
গাইবান্ধায় বাঁধনের উদ্যোগ স্বেচ্ছায় রক্তদান করার প্রতিশ্রুতি দিলেন ৩৮ জন



সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন বাঁধন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক এম কে রনি, গাইবান্ধা সরকারি কলেজ ইউনিটের কেন্দ্রীয় প্রতিনিধি এস এম ওবায়দুল ইসলাম, সভাপতি মো. মিল্লাত হোসাইন, সহ-সভাপতি শিপন কুমার ও মো. আলামিন রাহী, সাধারণ সম্পাদক মো. শাহাদাৎ হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. সাগর আহম্মেদ, সংগঠনিক সম্পাদক মো. তিতুমীর প্রধান, প্রচার সম্পাদক উম্মে হাবিবা কণা, দপ্তর সম্পাদক মোছা. উম্মে কুলসুম আঁখি,কার্যকরি সদস্য সোহেল রানা, আসিফ আকবর, নয়ন কুমার, আব্দুর রশিদ প্রমুখ। উল্লেখ্য, একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন শ্লোগাণে গাইবান্ধা সরকারি কলেজে বাঁধন কার্যক্রম শুরু করে ২০১৭ সালের ২৭ নভেম্বর থেকে। ইতোমধ্যে পাঁচ শতাধীক রোগীকে বিভিন্ন গ্রুপের রক্ত দিয়েছে ছাত্রছাত্রীদের দ্বারা পরিচালিত এই সংগঠনটি। রক্তের প্রয়োজনে বাঁধনের সভাপতি মিল্লাত হোসাইনের সাথে ০১৭৭৭-৩৩৫৬১৫ এই মোবাইল নম্বরে ও সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেনের সাথে ০১৭৯৪-৯২৬৯২৮ এই মোবাইল নম্বরে যোগাযোগ করা যাবে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন





