
গাইবান্ধায় সন্ধানী ডোনার ক্লাবের কম্বল বিতরণ


রওশন আলম পাপুল,গাইবান্ধা থেকে :স্বেচ্ছাসেবী সংগঠন গাইবান্ধা সন্ধানী ডোনার ক্লাবের আয়োজনে ও সন্ধানী রংপুর মেডিকেল কলেজ ইউনিটের সহযোগিতায় সোমবার বিকেলে গাইবান্ধা সদর উপজেলার কামারজানী বাজারে কামারজানী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় চত্ত্বরে ২০০ জন গরীব ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন কামারজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালাম জাকির,সচিব সরওয়ার হোসেন, সন্ধানী রংপুর মেডিকেল কলেজ ইউনিটের উপদেষ্টা মো.মামুন মিয়া, সভাপতি মো. আতিকুর রহমান, ডোনার ক্লাব সম্পাদক তারেক জুনায়েদ জয়, সদস্য আসীষ রায়,

গাইবান্ধা সন্ধানী ডোনার ক্লাবের কার্যকরী উপদেষ্টা নাহিদ হাসান চৌধুরী রিয়াদ, সাধারণ সম্পাদক নয়ন চন্দ্র রায়, সাবেক সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম কাইয়ুম, শাহজাহান মিয়া, হারেজ উদ্দিন জিলাদার, বর্তমান সদস্য কল্যাণ চন্দ্র রায় ও রাশেদুল ইসলাম রাসেল প্রমুখ।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন





