১৪ অক্টোবর ২০২৫

ঘরের মাঠে ঢাকার বিপক্ষে ব্যাট করছে চিটাগং ভাইকিংস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ঘরের মাঠে ঢাকার বিপক্ষে ব্যাট করছে চিটাগং ভাইকিংস

বাংলাপ্রেস খেলাধুলা দপ্তর:  বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরে চট্টগ্রাম পর্বে তিনটি ম্যাচ খেলে একটিতেও জয় পায়নি চিটাগং ভাইকিংস। অন্যদিকে একমাত্র ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে পাত্তাই পায়নি ঢাকা ডায়নামাইটস। শুরু দিকে দুটি দলই পয়েন্ট টেবিলের উপরের দিকটা দখল করে রেখেছিল। যদিও বর্তমানে তৃতীয় স্থানে চিটাগং ও চার নম্বরে রয়েছে ঢাকা।বুধবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি দল দুটি। ঘরের মাঠে জয় তুলে প্লে-অফের দিকে এগিয়ে যাওয়াই মুশফিকুর রহিমের দলের লক্ষ্য। এই পর্যন্ত ১০ ম্যাচ খেলে ৬টি জয় ও চারটি হার তুলে নিয়ে ভাইকিংসরা।

এদিকে ৯ ম্যাচে পাঁচ জয় আর চার ম্যাচে হেরেছে সাকিব আল হাসান নেতৃত্বাধীন দলটি। এই ম্যাচে জয় পেলে তৃতীয় স্থানে উঠে যাবে ডায়নামাইটসরা।গুরুত্বপূর্ণ ম্যাচটিতে টস জেতার পর ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ভাইকিংস দলপতি মুশফিক। বন্দর নগরীর দলটিতে দুটি পরিবর্তন আনা হয়েছে। অন্যদিকে ঢাকা দল এদিন তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে।

চিটাগং ভাইকিংস

মোহাম্মদ শাহজাদ, নাজমুল মিলন, ইয়াসির আলী রাব্বি, সিকান্দার রাজা, মুশফিকুর রহিম (অধিনায়ক), দাসুন শানাকা, নাঈম হাসান, ক্যামেরন ডেলপোর্ট, আবু জায়েদ রাহি, খালেদ আহমেদ।

ঢাকা ডায়নামাইটস

সুনীল নারিন, রনি তালুকদার, সাকিব আল হাসান (অধিনায়ক), মিজানুর রহমান, অ্যান্ডু ব্রিচ, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, নুরুল হাসান সোহান, শুভাগত হোম, রুবেল হোসেন, মাহমুদুল হাসান।

বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন