
ভেগাস নার্ভের ওপর ঠাণ্ডা পানির প্রভাবের কারণে হৃৎপিণ্ডের গতি কমে যেতে পারে, যা বিশেষত হৃদরোগীদের জন্য বিপদজনক।দাঁতের ক্ষতি ঠাণ্ডা পানি দাঁতের এনামেল বা বাইরের আবরণকে ক্ষতিগ্রস্ত করতে পারে। গরম থেকে ঠাণ্ডা পানির সংস্পর্শে এলে দাঁতের বহিরাবরণ সংকুচিত হয়, যা এনামেলে ফাটল ধরাতে পারে। এর ফলে দাঁতে শিরশিরানি ও সংবেদনশীলতা বেড়ে যায়।
পানিশূন্যতার ঝুঁকি ঠাণ্ডা পানি দ্রুত তৃষ্ণা মেটায়, ফলে মনে হতে পারে যে শরীরের পানির চাহিদা পূরণ হয়ে গেছে।কিন্তু অনেক ক্ষেত্রে শরীর আসলে পর্যাপ্ত পানি পায় না। এই ভুল ধারণার কারণে শরীরে পানিশূন্যতা তৈরি হতে পারে, যা শরীরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করে।
মাইগ্রেন ও মাথা ব্যথার কারণ যারা মাইগ্রেন বা মাথাব্যথার সমস্যায় ভোগেন, তাদের জন্য ঠাণ্ডা পানি বিপদ ডেকে আনতে পারে। ঠাণ্ডা পানি পান করলে মস্তিষ্কের রক্তনালিগুলো হঠাৎ সংকুচিত হয়, যা মাইগ্রেন বা মাথাব্যথাকে আরও বাড়িয়ে দিতে পারে।
বিশেষজ্ঞদের পরামর্শ বিশেষজ্ঞরা বলছেন, গরমে সুস্থ থাকতে পর্যাপ্ত পানি পানের বিকল্প নেই, তবে তা স্বাভাবিক তাপমাত্রার বা হালকা ঠাণ্ডা হওয়া উচিত। বাইরে থেকে এসে সঙ্গে সঙ্গে ঠাণ্ডা পানি পান না করে কিছুটা বিশ্রাম নিয়ে ঘরের তাপমাত্রার পানি পান করা বুদ্ধিমানের কাজ। এছাড়া, দিনে ৮-১০ গ্লাস পানি পান নিশ্চিত করতে হালকা লেবুর শরবত, ডাবের পানি বা ফলের রস পান করা যেতে পারে।