১৪ অক্টোবর ২০২৫

গুরুদাসপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
গুরুদাসপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১

আমিরুল ইসলাম, নাটোর থেকে : নাটোরের গুরুদাসপুরে ছয় বছরের শিশু কে পিঠা খাওয়ার লোভ দেখিয়ে ধর্ষণ চেষ্ঠার অভিযোগে জিল্লুর(৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে গুরুদাসপুর থানা পুলিশ।

আটকৃত অভিযুক্ত আসামী একই এলাকার মৃত-আরব আলীর ছেলে মো.জিল্লুর আলী। শিশুটির মা জানায়, আমার মেয়ে বিলশা গ্রামের সোনামনি স্কুলে শিশু শ্রেণীতে লেখাপড়া করছে।

গত ১ ডিসেম্বর শনিবার আমার মেয়ে প্রতিবেশি আরব আলীর বাড়িতে বেড়াতে যায়। আরব আলীর বাড়িতে তার পরিবারের অন্যান্য সদস্যগণ না থাকায় আমার মেয়েকে তার ঘরের ভিতরে নিয়ে দরজা-জানালা বন্ধ করে দেয়। তারপর সে পিঠা খাওয়ার কথা বলে আমার মেয়ের পড়ে থাকা হাপ প্যান্ট জোর পুর্বক খুলে ধর্ষণ করার চেষ্টা করতে থাকে। কিন্তু আমার মেয়ের চিৎকারে প্রতিবেশি আরব আলী ভয় পেয়ে আমার মেয়েকে ছেড়ে দেয়। তারপর আমার মেয়ে কান্না করতে করতে বাড়িতে এসে অসুস্থ হয়ে পরে। তারপর আমি বিষয়টি আমার স্বামী ও প্রতিবেশিদের অবগত করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমার মেয়েকে ভর্তি করি। গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত ড.কামরুল আহসান জানায়, শিশুটির শরীরে আঘাতের চিহ্ন আছে।

তবে অভিজ্ঞ চিকিৎসক দিয়ে পরীক্ষা করালে সঠিক রিপোর্ট পাওয়া যাবে। গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো.সেলিম রেজা জানান, অভিযোগ পাওয়ার পর থেকেই আসামীকে গ্রেফতারের চেষ্ঠা চলছে। আসামী পালাতক থাকায় সোমবার সকালে থানার উপ-পরিদর্শক নুরে আলম সিদ্দিকির চেষ্টায় আসামী জিল্লুর আলীকে তার নিজ গ্রাম থেকে আটক করা হয়। সকালে তাকে নাটোর জেল হাজতে প্রেরণ করা হবে।

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন