১৫ অক্টোবর ২০২৫

হাজারো পর্নোগ্রাফি রাখার দায়ে সাবেক ডেনিশ মন্ত্রীর কারাদণ্ড

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
হাজারো পর্নোগ্রাফি রাখার দায়ে সাবেক ডেনিশ মন্ত্রীর কারাদণ্ড
বাংলাপ্রেস ডেস্ক:  ডেনিশ সরকারের এক সাবেক মন্ত্রীকে শিশুদের যৌন নির্যাতনের হাজারো ছবি ও ভিডিও রাখার দায়ে সোমবার চার মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত হেনরিক সাস লার্সেন একসময় সোশ্যাল ডেমোক্র্যাট দলের জ্যেষ্ঠ নেতা ছিলেন এবং শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি স্বীকার করেছেন, তার কম্পিউটারে শিশুদের নির্যাতনের দৃশ্য সংবলিত ছয় হাজারেরও বেশি ছবি ও দুই হাজার ভিডিও ছিল। তবে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, এসব উপকরণ তার কাছে থাকার কারণ, তিনি জানতে চাইছিলেন কে তাকে শৈশবে নির্যাতন করেছিল। প্রসিকিউটর মারিয়া সিঙ্গারি এ রায় নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেও বলেন, বিষয়টি দুঃখজনক যে একজন মানুষ, যিনি জীবনের খারাপ শুরুর পরও সাফল্য অর্জন করেছেন, তিনি এখন এমন পরিস্থিতিতে পড়েছেন। কোনো কারণেই শিশু পর্নোগ্রাফির মালিকানা গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি। সাস লার্সেন শৈশবে পালক পরিবারের কাছে বড় হন এবং পরে তাকে দত্তক নেওয়া হয়। বিচারের সময় ৫৯ বছর বয়সী লার্সেন আদালতকে জানান, তিনি ২০১৮ সালে একটি লিংক পেয়েছিলেন, যেখানে ৫০ বছরের পুরনো একটি ভিডিও ছিল।সেখানে তিন বছর বয়সে তাকে যৌন নির্যাতন করতে দেখা যায়।   তিনি আরো সাক্ষ্য দেন, ২০২০ সালে তিনি আরেকটি ভিডিও ক্লিপ পেয়েছিলেন, যেখানে তার উপস্থিতিতে তিন বছর বয়সী একটি মেয়েকে ধর্ষণ করা হচ্ছিল, আর তখন তার বয়সও প্রায় একই ছিল। দুটি ভিডিওই তিনি দেখার পর অদৃশ্য হয়ে যায় জানিয়ে আদালতে তিনি স্বীকার করেন, ভিডিও পাওয়ার পর বিষয়টি পুলিশকে না জানানোর জন্য তিনি অনুতপ্ত। সাস লার্সেনের বিরুদ্ধে একটি শিশু যৌন পুতুল রাখার অভিযোগও আনা হয়েছিল।তবে এ অভিযোগে আদালত তাকে দোষী সাব্যস্ত করেননি। অন্যদিকে তার আইনজীবী বেরিট আর্নস্ট সাংবাদিকদের বলেছেন, এটি চূড়ান্ত রায় নাকি আপিল করার সুযোগ রয়েছে, সেটি তারা এখনো জানেন না। গত মার্চে এ কেলেঙ্কারি প্রকাশ্যে আসে এবং এর ফলে লার্সেন সোশ্যাল ডেমোক্র্যাট দল থেকে বহিষ্কৃত হন। সেই সময় সোশ্যাল ডেমোক্র্যাট প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন এ ঘটনার প্রতি গভীর শোক প্রকাশ করেছিলেন। [বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন