১৫ অক্টোবর ২০২৫

হোয়াইটওয়াশ এড়াতে চ্যালেঞ্জিং লক্ষ্যের সামনে বাংলাদেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
হোয়াইটওয়াশ এড়াতে চ্যালেঞ্জিং লক্ষ্যের সামনে বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক: পঞ্চম ওভারের তৃতীয় বলে আভিশকা ফার্নান্দোকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন বাংলাদেশ পেসার শফিউল ইসলাম। ৬ রান করে ফেরত যান এই শ্রীলঙ্কান ওপেনার।

তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৮৩ রানের জুটি গড়ার পর দলীয় ৯৬ ও ব্যক্তিগত ৪৬ রান করে মাঠ ছাড়েন দিমুথ করুনারত্নে। তাইজুল ইসলামের বলে মুশফিকুর রহিমের গ্ল্যাভসে ধরা পরেন লঙ্কান অধিনায়ক।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ২২তম ওভারের দ্বিতীয় বলে আঘাত হানেন রুবেল হোসেন। ৪২ রান করা কুশল পেরারার ক্যাচটিও ধরেন মুশফিক। দুই সেট ব্যাটসম্যানকে হারিয়ে ব্যাকফুটে চলে যায় স্বাগতিকরা।

অ্যাঞ্জেলো ম্যাথুজের সঙ্গে ১০১ রানের বিশাল জুটি গড়েন কুশল মেন্ডিস। ৪২তম ওভারের তৃতীয় বলে দলীয় ১৯৯ রানের মাথায় ফেরেন ৫৪ রান করা মেন্ডিস। সৌম্য সরকারের বলে দুর্দান্ত ক্যাচ ধরেন সাব্বির রহমান।

সাবেক অধিনায়ক ম্যাথুজকে নিয়ে দ্রুত রান তুলতে থাকেন দাসুন শানাকা।

৪৬তম ওভারের তৃতীয় বলে ম্যাথুজের ক্যাচ মিস করেন সাব্বির। যদিও ৪৭তম ওভারের প্রথম বলেই অসাধারণ ক্যাচ ধরেন বাংলাদেশ দলের অন্যতম সেরা এই ফিল্ডার।

৫২ রানের জুটি গড়ার পর শানাকা ফিরে যান ৩০ রান করে।

৪৯তম ওভারের চতুর্থ বলে ১৩ রান করে মাঠ ছাড়েন শেহান জয়সুরিয়া। শফিউলের বলে তামিম ইকবালের হাতে ধরা পড়েন তিনি।

ইনিংসের শেষ ওভারের প্রথম বলে ম্যাথুজকে ফিরিয়ে দেন সৌম্য। ৮৭ রান করা অভিজ্ঞ এই ব্যাটসম্যান মুশফিকের গ্লাভসে ক্যাচ দেন।

শেষ ওভারের পঞ্চম বলে আরেকটি ক্যাচ হতো তবে ছয় বাঁচানোর জন্য সেটি ছেড়ে দেন সাব্বির। যদিও সেটি চার হয়।

শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯৪ রান সংগ্রহ করে লঙ্কানরা।

বাংলাদেশের হয়ে তিনটি করে উইকেট নেন শফিউল ও সৌম্য সরকার। একটি করে উইকেট তুলেছেন তাইজুল ও রুবেল।

শ্রীলঙ্কার স্কোয়াড

দিমুথ করুণারত্নে, আভিশকা ফার্নান্দো, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুজ, শেহান জয়সুরিয়া, দাসুন শানাকা, ওয়ানিদু হাসারাঙ্গা, আকিলা ধনঞ্জয়া, কাসুন রাজিথা, লাহিরু কুমারা।

বাংলাদেশ স্কোয়াড

তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, তাইজুল ইসলাম ও শফিউল ইসলাম।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন