
হুমায়ূন আহমেদের সমাধিতে পরিবারবর্গের শ্রদ্ধা



গাজীপুর প্রতিনিধি : বাংলা সাহিত্যের অন্যতম প্রধান জননন্দিত কথাশিল্পী, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন স্ত্রী মেহের আফরোজ শাওন, দুই ছেলে নিনিত, নিষাদ, শ্বশুর মোহাম্মদ আলী।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় গাজীপুরের পিরুজালী এলাকার নুহাশ পল্লীতে হুমায়ূন আহমেদের সমাধি জিয়ারত ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান তারা। এছাড়া হিমু পরিবহন, চেতনায় হুমায়ূন হৃদয়ে বাংলাদেশসহ বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান এবং ব্যক্তি উদ্যোগে তার সমাধিতে শ্রদ্ধা জানানো হয়। সমাধিতে শ্রদ্ধা জানিয়ে স্ত্রী মেহের আফরোজ শাওন বলেন, হুমায়ূন আহমেদকে নিয়ে প্রকাশনার এলাকা বাংলাবাজার, বাংলা একাডেমি চত্বর এমন উল্লেখযোগ্য স্থানে হুমায়ূন আহমেদের নামে একটি চত্বর হবে এরকম স্বপন আমরা দেখি। এটি বাস্তবে হলেও দেখব না হলেও দেখব।
তাকে শ্রদ্ধা জানানোর পর নুহাশ পল্লী চত্বরে পবিত্র কোরআন খতম, মিলাদ মাহফিল করা হয়। ভক্ত অনুরাগী ছাড়াও আশপাশের মাদ্রাসা এবং এতিমখানার শিক্ষার্থীরা এতে অংশ নেন।
২০১২ সালের ১৯ জুলাই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। যুক্তরাষ্ট্র থেকে মরদেহ ঢাকায় এনে ২৪ জুলাই গাজীপুরের পিরুজালী গ্রামে প্রিয় নুহাশপল্লীর লিচুতলায় তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
বাংলাপ্রেস/আর এলআপনি এগুলোও পছন্দ করতে পারেন





