১৪ অক্টোবর ২০২৫

ইন্টার মায়ামিতে এবার ‘দেহরক্ষী’ দি পলকেও পেলেন মেসি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ইন্টার মায়ামিতে এবার ‘দেহরক্ষী’ দি পলকেও পেলেন মেসি
বাংলাপ্রেস ডেস্ক:  আতলেতিকো মাদ্রিদ ছেড়ে রদ্রিগো দি পলের ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার গুঞ্জনটা শোনা যাচ্ছিল অনেক দিন ধরেই। অবশেষে সেটাই সত্যি হলো। আজ বাংলাদেশ সময় সকালে এক বিবৃতিতে দি পলের ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার খবর নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। দি পল মায়ামিতে মেজর লিগ সকার (এমএলএস) ২০২৫ মৌসুমের জন্য ধারে যোগ দেবেন। তবে এই চুক্তিতে ২০২৯ সাল পর্যন্ত তাঁকে স্থায়ীভাবে ধরে রাখার সুযোগও আছে। এর আগে ২০২১ সালে উদিনেস থেকে আতেলতিকো মাদ্রিদে যোগ দেন দি পল।লিওনেল মেসির সতীর্থ হিসেবে আর্জেন্টিনার হয়ে ২০২২ কাতার বিশ্বকাপের পাশাপাশি দুটি কোপা আমেরিকাও জিতেছেন দি পল। মেসির সঙ্গে তাঁর আন্তরিক সম্পর্কের বিষয়টিও ফুটবলপ্রেমীদের মাঝে বেশ আলোচিত। দুজন একসঙ্গে জাতীয় দলের হয়ে একসঙ্গে ৬২ ম্যাচ খেলেছেন। মাঠে ও মাঠের বাইরে বিভিন্ন সময় মেসির ঢাল হয়ে দাঁড় হওয়ার কারণে তাঁকে অনেকে ‘মেসির দেহরক্ষী’ বলেও ডাকেন। এবার সেই ‘দেহরক্ষী’র সঙ্গেই মায়ামির হয়ে জুটি বাঁধবেন মেসি। মায়ামি জানিয়েছে, পি-১ ভিসা ও আইটিসি (আন্তর্জাতিক ট্রান্সফার সনদ) পাওয়া সাপেক্ষে মায়ামির অনুশীলনে যোগ দেবেন দি পল। পাশাপাশি চেজ স্টেডিয়ামে আগামীকাল ভোরে সিনসিনাটির বিপক্ষে ম্যাচ শুরুর আগে দি পলকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে ক্লাবটি। মায়ামিতে যোগ দেওয়ার প্রতিক্রিয়ায় দি পল বলেছেন, ‘আমার ইন্টার মায়ামিতে আসার পেছনে কারণ হলো, লড়াই করা, শিরোপা জেতা এবং ক্লাবের ইতিহাসে নিজের নাম লেখানো। এই ক্লাবটি বড় কিছুতে পরিণত হতে যাচ্ছে, যার ইতিহাসও অনেক দীর্ঘ হবে। অসংখ্য মানুষ এই অসাধারণ দলকে অনুসরণ করবে।’মায়ামির মালিক হোর্হে মাস বলেছেন, ‘আমাদের লক্ষ্য হলো এমন একটি দল গঠন করা যা আমাদের সমর্থকদের স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করে। রদ্রিগোর মতো একজন খেলোয়াড়কে দলে নিতে পেরে আমরা দারুণ উচ্ছ্বসিত। সে একজন বিশ্ববিজয়ী খেলোয়াড়। তার আকাঙ্ক্ষা ও আমাদের লক্ষ্যের মধ্যে মিল রয়েছে। আমরা একসাথে এই লক্ষ্য অর্জনে উন্মুখ।’ মায়ামির সহ-মালিক ও ইংলিশ কিংবদন্তি ডেভিড বেকহ্যাম বলেন, ‘রদ্রিগো এমন একজন খেলোয়াড়, আমি বহু বছর ধরে যার গুণমুগ্ধ। তিনি একজন নেতা, যিনি তার দলকে অনেক কিছু দিয়েছেন, বিশেষ করে আর্জেন্টিনা জাতীয় দলকে। আরেকজন বিশ্বকাপজয়ী খেলোয়াড়কে ইন্টার মায়ামি ও এমএলএস-এ পেয়ে আমি রোমাঞ্চিত।’
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন