
ইসলামের জন্য সারা জীবন কাজ করতে চাই : এমপি শাওন



নজরুল ইসলাম (শুভরাজ), ভোলা থেকে : ভোলার লালমোহন বাজার ব্যবসায়ীদের উদ্ব্যোগে তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি মহোদয় বলেন ইসলামের জন্য কাজ করতে চাই সারা জীবন।
২৫ জানুয়ারী সন্ধ্যা থেকে শুরু হয় তাফসিরুল কোরআন মাহফিল, তিন দিনের প্রথম দিন আজ।
এমপি শাওন বলেন আমার নেত্রী বঙ্গবন্ধু কন্যা একজন প্রকৃত মুসলমান, সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, সকাল বেলা কোরআন তেলাওয়াত করে, এবং তাহাজ্জুত নামাজ পরে, তাই আমা আমার নির্বাচনী এলাকা লালমোহন-তজুমদ্দিন উপজেলার যেখানে ধর্মীয়আয়োজন হয় সেখানে আমার সাধ্য মতো সহযোগিতা করি।
এমপি শাওন লালমোহন তজুমদ্দিনের প্রতিটি অঞ্চলে মসজিদ মাহফিলে দান করেন, বিশ্ব ইজতেমার সময় প্রতি বছর লঞ্চের ব্যবস্থা করেন নিজের টাকায়, শুধু তাই নয় ইজতেমায় গিয়ে খোজ খবর নেন কারো কোন সমস্যা আছে কিনা, থাকলে সমাধান করেন।
এমপি শাওন আরো বলেন আমি যত দিন বেচে থাকবো নিজের উপার্জিত অর্থ থেকে ইসলামের জন্য কাজ করে যাবো ইনশাআল্লাহ।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন





