
ইউপি সদস্যের বাড়ি থেকে ৩টি চোরাই গরু উদ্ধার !

বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম

নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়ন পরিষদের সদস্য আতাউর রহমানের বাড়ি থেকে তিনটি চোরাই গরু উদ্ধার করেছে এলাকাবাসী। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকৃত গরুগুলি জব্দ করে প্রকৃত মালিকের হাতে তুলে দিয়েছে। শুক্রবার ওই ঘটনা ঘটে। জানা যায়, ওই ইউনিয়নের অসুরখাই গ্রামের মোজাম্মেল হকের গোয়ালঘর থেকে বৃহস্পতিবার রাতে ৩টি গরু চুরি হয়। সকালে গরুর পায়ের চিহ্ন ধরে পাশের গ্রামের ওই মেম্বারের বাড়িতে যায় গরুর মালিকসহ এলাকার লোকজন। গরুর মালিক ও সাথে থাকা লোকজন মেম্বারের বাড়িতে গোয়াল ঘরে বাঁধা দেখতে পায় চুরি যাওয়া গরুগুলি। পরে পুলিশকে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে গিয়ে গরুগুলি উদ্ধার করে। ইউপি সদস্য আতাউর রহমান গরু চুরির বিষয়টি অস্বীকার করে বলেন, বাড়ির বাইরে গরুগুলি দেখতে পেয়ে জনৈক সাত্তার নামে এক ব্যক্তি তার বাড়িতে নিয়ে আসে।
বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন





