১৪ অক্টোবর ২০২৫

জবিতে আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
জবিতে আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

জবি থেকে সংবাদদাতা : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা-২০১৯ এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হযেছে।

বুধবার(৬ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলা ভবন সংলগ্ন মাঠে পুরস্কার এ বিতরণী অনুষ্ঠিত হয় । ভলিবল ক্রীড়া উপ-কমিটির আয়োজনে এবারের প্রতিযোগিতায় ছাত্রদের মধ্যে উদ্ভিদবিজ্ঞান বিভাগ চ্যাম্পিয়ন ও লোক প্রশাসন বিভাগ রানার্স আপ এবং ছাত্রীদের মধ্যে দর্শন বিভাগ চ্যাম্পিয়ন ও উদ্ভিদবিজ্ঞান বিভাগ রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ে সীমাবদ্ধতা থাকা সত্তে¡ও আমরা সব ধরনের প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রাখছি, আর এভাবেই আমরা এগিয়ে যাব। একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সংস্কৃতি, বিনোদন এবং খেলাধুলায় অংশগ্রহণ সমানভাবে কাম্য।

তিনি আরো বলেন, শিক্ষার্থীরা তাদের নিজস্ব স্বকীয়তায় মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে ফুটিয়ে তুলতে পারে। আর একারণে তাদেরকে সকল ধরনের মনস্তাত্বিক সীমাবদ্ধতা ও মানসিক দৈন্যতা কাটিয়ে উঠতে হবে এবং এটা সম-সাময়িকভাবে অপরিহার্য।ভলিবল ক্রীড়া উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ট্রেজারার অধ্যাপক মোঃ সেলিম ভূঁইয়া উপস্থিত ছিলেন। এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার, বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ক্রীড়া প্রতিযোগিতায় সার্বিক তত্ত¡াবধানে ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে (ধুপখোলা মাঠ) শুরু হওয়া প্রতিযোগিতা আজ সমাপ্ত হয়। এতে ছাত্রদের ২৭টি বিভাগ এবং ছাত্রীদের ১৩টি বিভাগ অংশগ্রহণ করে এবং এবারই প্রথমবারের মতো ছাত্রীদের আন্তঃভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন