
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা


বাংলাপ্রেস অনলাইন: জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের একদিনের সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। যা শুধুমাত্র একদিনের সিরিজের জন্য। মাশরাফি বিন মুর্তজাকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। এই স্কোয়াডে নতুন মুখ একজন-ফজলে রাব্বি মাহমুদ।
সর্বশেষ এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত ও মুমিনুল হক। এছাড়া ইনজুরির কারণে আগেই ছিঁটকে গিয়েছিলেন বাংলাদেশের অন্যতম দুই সেরা খেলোয়াড়-সাকিব আল হাসান ও তামিম ইকবাল। এদিকে দলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইউদ্দিন।
জিম্বাবুয়ের বিপক্ষে একদিনের সিরিজের জন্য বাংলাদেশ স্কোয়াড: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), লিটন কুমার দাস, ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, আবু হায়দার রনি, মোহাম্মদ সাঈফউদ্দিন ও ফজলে রাব্বি মাহমুদ।
বাংলাপ্রেস/এফএস
আপনি এগুলোও পছন্দ করতে পারেন

-68ed3a37ee5f5.jpg)



