১৪ অক্টোবর ২০২৫

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

বাংলাপ্রেস অনলাইন: জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের একদিনের সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। যা শুধুমাত্র একদিনের সিরিজের জন্য। মাশরাফি বিন মুর্তজাকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। এই স্কোয়াডে নতুন মুখ একজন-ফজলে রাব্বি মাহমুদ।

সর্বশেষ এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত ও মুমিনুল হক। এছাড়া ইনজুরির কারণে আগেই ছিঁটকে গিয়েছিলেন বাংলাদেশের অন্যতম দুই সেরা খেলোয়াড়-সাকিব আল হাসান ও তামিম ইকবাল। এদিকে দলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইউদ্দিন।

জিম্বাবুয়ের বিপক্ষে একদিনের সিরিজের জন্য বাংলাদেশ স্কোয়াড: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), লিটন কুমার দাস, ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, আবু হায়দার রনি, মোহাম্মদ সাঈফউদ্দিন ও ফজলে রাব্বি মাহমুদ।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন