
জিততে হলে বাংলাদেশকে করতে হবে ৩৬০ রান

বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম


খেলাধুলা ডেস্ক: বিশ্বকাপের আগে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে ভারত ৩৬০ রানের বিশাল লক্ষ্য দিয়েছে বাংলাদেশকে। রাহুল ও ধনির জোড়া সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩৫৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলীয় ৫ রানের মাথায় শেখর ধাওয়ান ১ রানে ফিরলে কিছুটা চাপে পড়ে ভারত। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বিশাল সংগ্রহের পথে যায় কোহলির দল।
লোকেশ রাহুল ১০৮ (৯৯) ও ধনি ১১৩ (৭৮) আর অধিনায়ক কোহলি আউট হয়েছেন ৪৭ রানে।
বাংলাদেশের পক্ষে সাকিব আল হাসান ও রুবেল হোসেন ২টি করে উইকেট নেন।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন

-68ed3a37ee5f5.jpg)



