
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরের গজারিবনে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে উপজেলার কচুয়া দক্ষিণপাড়া এলাকায় চাঁদের হাট কলেজ সংলগ্ন গজারিবনে এ ঘটনা ঘটে।
পরে ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে সখীপুর থানায় মামলা দায়ের করেন। এরপর অভিযান চালিয়ে পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার কচুয়া দক্ষিণপাড়া গ্রামের হযরত আলীর ছেলে বুলবুল আহমেদ (২৪), ফরহাদ আলীর ছেলে মোহাম্মদ বাবুল (৩০), হযরত মিয়ার ছেলে লাবু মিয়া (২৬), গনি মিয়ার ছেলে আসিফ (২৩), আশরাফ আলীর ছেলে শফিক আহমেদ (২৫) ও সমেশ আলীর ছেলে মোজাম্মেল (৩০)।
মামলার এজাহারে বলা হয়েছে, বৃহস্পতিবার বিকেলে ওই দম্পতি চাঁদেরহাট নামের একটি বিনোদনকেন্দ্রে বেড়াতে যান। সন্ধ্যায় ফেরার পথে আসামিরা তাঁদের প্রেমিক-প্রেমিকা সন্দেহ করে পাশের গজারিবনে নিয়ে যায়। সেখানে তাঁদের মারধর করে স্বামীকে বেঁধে ওই নারীকে সাতজন পালাক্রমে ধর্ষণ করেন। পরে ভুক্তভোগী অচেতন হলে আসামিরা পালিয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, এ ঘটনায় গৃহবধূর স্বামী বাদী হয়ে থানায় মামলা করেছেন। গ্রেপ্তার ছয় আসামিকে আদালতে পাঠানো হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। শারীরিক পরীক্ষার জন্য ভুক্তভোগীকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]