
জরিমানার মুখে গুগল



জীবনযাপন ডেস্ক: বিজ্ঞাপন প্রচারে পরিকল্পিতভাবে অসম প্রতিযোগিতা টিকিয়ে রাখার অভিযোগে ইউরোপীয় ইউনিয়ন- ইইউতে আবারো জরিমানার মুখে পড়তে যাচ্ছে সার্চ ইঞ্জিন গুগল। জরিমানার বিষয়টি নিশ্চিত করা হলেও এখন পর্যন্ত অর্থের পরিমাণ নির্ধারণ করেনি ইউরোপীয় কমিশন।
বিজ্ঞাপন প্রচার ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নে এ নিয়ে তৃতীয়বারের মতো জরিমানার মুখোমুখি হতে যাচ্ছে গুগল। গুগলের বিজ্ঞাপনী সংস্থা অ্যাডসেন্সের ব্যবহারকারীদের করা মামলার অভিযোগে বলা হয়, প্রতিযোগী সার্চ ইঞ্জিনগুলোয় তাদের বিজ্ঞাপন দেখাতে নানা বাধা দিচ্ছে গুগল।
মামলার নথিতে আরো বলা হয়, এক দশক ধরে বিজ্ঞাপনের মধ্যস্বত্বভোগী হিসেবে ইউরোপের বাজারের ৮০ শতাংশ দখলে রেখেছে গুগল। এই সুযোগে পরিকল্পিতভাবে অসম প্রতিযোগিতা টিকিয়ে রেখেছে প্রতিষ্ঠানটি। ২০১৬ সালে তৃতীয় মামলাটি করার পর তৃতীয় পক্ষের সাথে অ্যাডসেন্স চুক্তির নীতিমালায় পরিবর্তন এনেছে গুগল।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন





