১৪ অক্টোবর ২০২৫

জয় নিয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন বাংলাদেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
জয় নিয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক: একপাশে গুলিস্তান আরেক পাশে মতিঝিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের দুই প্রান্তে গর্জন। ফুটবল পাড়ায় ছিল সাজসাজ রব। চারিদিকে লাল-সবুজে ছেয়ে গিয়েছিল। শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের মেয়েরা যখন বল নিয়ে আক্রমণ চালাচ্ছিল গ্যালারিতে প্রিয় দলকে প্রেরণা যোগাচ্ছিলেন সমর্থকরা।

বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক গোল্ডকাপে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে কিরগিজস্তানের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। এতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে পা-রাখল টুর্নামেন্টের আয়োজকরা।

চ্যাম্পিয়ন হবার লড়াইয়ে এদিন শুরু থেকে শেষ পর্যন্ত আক্রমণ চালায় স্বাগতিকরা। যদিও জয়ের ব্যবধান হওয়ার কথা ছিল আরও অনেক বেশি। বাংলাদেশ যেমন দাপট দেখিয়েছে ঠিক তেমনই গোল মিসও করেছে।

এদিন ম্যাচ শুরুর ৩০ সেকেন্ডের মাথায় গোল পায় বাংলাদেশ। কৃষ্ণা রাণী সরকারের বাড়ানো বলটি পেয়ে গোল তুলে নেন সানজিদা আক্তার। এর পর বেশ কয়েকটি সুযোগ পেয়েও হাতছাড়া হতে হয়।

প্রথমার্ধের ১-০ গোলে এগিয়ে থেকে লাল-সবুজের প্রতিনিধিরা। দ্বিতীয়ার্ধে মাঠে ফিরে আগের মতোই আক্রমণ চালাতে থাকে। যদিও সফলতা আসছিল না আর। তবে ৫৯ মিনিটের হেড দিয়ে গোল দিলেন কৃষ্ণা। বল পেতে সাহায্য করেন প্রথমার্ধে গোল তুলে নেয়া সানজিদা।

১০ মিনিট পর সবাইকে অবাক করে কাউন্টার অ্যাটাকের মাধ্যমে ব্যবধান কমায় কিরগিজরা। ডিফেন্ডার আখমাতকুলোভা জাইরিনা বল নিয়ে এগিয়ে গিয়ে শট করলে বাংলাদেশের গোলকিপার রূপনা চাকমার হাতের মাঝখান দিয়ে বল জালে জড়ায়।

শেষ দিকে বাংলাদেশের বদলি খেলোয়াড় তহুরা খাতুন কয়েকটি সুযোগ তৈরি করলেও সফল হননি।

আগামী মঙ্গলবার দ্বিতীয় সেমিফাইনালে একই ভেন্যুতে মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ হিসেবে থাকবে ‘এ’ গ্রুপের রানার্স-আপ দল।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন