১৪ অক্টোবর ২০২৫

জয়সওয়ালের সেঞ্চুরিতে ইতিহাসের পাতায় ভারত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
জয়সওয়ালের সেঞ্চুরিতে ইতিহাসের পাতায় ভারত
বাংলাপ্রেস ডেস্ক:  তুলির শেষ আঁচড়টা কি নিখুঁতভাবেই না টানলেন যস্বশী জয়সওয়াল। ইংল্যান্ডের বিপক্ষে যেভাবে শুরু করেছিলেন শেষটাও সেভাবেই করলেন ভারতীয় ব্যাটার। পাঁচ টেস্টের শুরু আর শেষটা যে সেঞ্চুরিতেই রাঙালেন তিনি। এমন দুর্দান্ত মুহূর্তের উদযাপনটাও ছিল দেখার মতো।গাস অ্যাটকিনসের বল পয়েন্টে ঠেলেই তিন অঙ্ক স্পর্শ করলেন জয়সওয়াল। নন স্ট্রাইক প্রান্ত স্পর্শ করার পরেই নিজের ট্রেডমার্ক উদযাপন সারলেন। শূন্যে লাফ দিয়ে মুষ্টিবদ্ধ হাত ছুঁড়লেন তিনি। এরপর বিশেষ এক উদযাপনও সারলেন ২৩ বছর বয়সী ব্যাটার।ওভাল টেস্টে খেলা দেখতে আসা বাবা-মা ও ভাইয়ের উদ্দেশে উড়ন্ত চুমু ছুড়লেন জয়সওয়াল। পরে হাতের সহায়তায় হৃদয়ও আঁকলেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে চলমান জেমস অ্যান্ডারসন-শচীন টেন্ডুলকার সিরিজে দ্বিতীয় সেঞ্চুরি করলেও সবমিলিয়ে প্রতিপক্ষের বিপক্ষে জয়সওয়ালের এটি চতুর্থ। আর টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ।তার এই সেঞ্চুরিতে একটা রেকর্ড গড়েছে ভারত। এক সিরিজে প্রতিপক্ষের বিপক্ষে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড। চলমান সিরিজে ভারতের এটি ১২তম সেঞ্চুরি। জয়সওয়ালের জোড়া সেঞ্চুরির বিপরীতে সর্বোচ্চ ৪ সেঞ্চুরি হাঁকিয়েছেন অধিনায়ক শুবমান গিল। বাকি ৬ সেঞ্চুরির দুটি করে হাঁকিয়েছেন ঋষভ পন্ত ও লোকেশ রাহুল।আর একটি করে পেয়েছেন রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর।
এক সিরিজে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডের মালিক অবশ্য ভারত এককভাবে নয়, তাদের সঙ্গে আরো তিন দল আছে। সেই তিন দল হচ্ছে দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও অস্ট্রেলিয়া। ২০০৩-০৪ মৌসুমে ভারতের আগে সর্বশেষ এই কীর্তি গড়েছিল দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠে ৪ টেস্টের সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন প্রোটিয়া ব্যাটাররা। অন্যদিকে সবার আগে এই কীর্তি গড়ে অস্ট্রেলিয়া। ১৯৯৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ টেস্টের সিরিজে ১২ সেঞ্চুরি হাঁকিয়ে। দুদলের মাঝে ১৯৮২-৮৩ মৌসুমে ৬ টেস্টের সিরিজে ভারতের বিপক্ষে এই কীর্তি গড়ে পাকিস্তান। এবার ভারত সেই কীর্তিতে নাম লেখাল।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন