বাংলাপ্রেস ডেস্ক: দক্ষিণ কোরিয়ায় প্রি-সিজন সফরে এক ভিন্নমাত্রার অভিজ্ঞতা উপহার দিলেন বার্সেলোনা ফুটবলাররা। লামিনে ইয়ামাল, আলেহান্দ্রো বালদে ও রবার্ট লেভানদোভস্কি যোগ দিলেন জনপ্রিয় কেপপ গার্ল গ্রুপ আইটজির সঙ্গে। একসঙ্গে ছবি তোলা, নাচের স্টেপ মেলানো আর উদযাপনের ভঙ্গিতে যেন ফুটবল আর সংগীতের এক অপূর্ব মিলন ঘটল মঞ্চে।জাপানে ভিসেল কোবেকে ৩-১ গোলে হারানোর পর এবং সিউলে এফসি সিউলকে ৭-৩ ব্যবধানে উড়িয়ে দেওয়ার পর সোমবার দেগু এফসির মুখোমুখি হবে বার্সা।তবে ম্যাচের আগে এই শোবিজ রঙে রাঙানো আয়োজন যেন খেলোয়াড়দের মনোবল ও ভক্তদের আগ্রহ আরো বাড়িয়ে দিল।
স্পটিফাইয়ের সঙ্গে চুক্তির পর থেকেই বিশ্ব সংগীত জগতের সঙ্গে বার্সেলোনার বন্ধন গভীর হচ্ছে। এর আগে ড্রেক, কোল্ডপ্লে, রোসালিয়া, ট্রাভিস স্কটসহ একাধিক তারকার লোগো তাদের জার্সিতে দেখা গেছে। এবার সেই তালিকায় যুক্ত হলো কেপপ সেনসেশন আইটজি।দেগুর পর বার্সা ইউরোপে ফিরে হোয়ান গ্যাম্পার ট্রফিতে এফসি কোমোর মুখোমুখি হবে। এরপর লা লিগার নতুন মৌসুমে প্রথম ম্যাচে মায়োর্কার মাঠে নামবে শিরোপাধারীরা।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]