১৪ অক্টোবর ২০২৫

খাদ্য নিয়ন্ত্রক হিসেবে পদোন্নতি পেলেন ইসরাত আহমেদ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
খাদ্য নিয়ন্ত্রক হিসেবে পদোন্নতি পেলেন ইসরাত আহমেদ
দিলীপ কুমার দাস, ময়মনসিংহ থেকে: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে খাদ্য পরিদর্শক হিসেবে কর্মরত থাকা অবস্থায় ইসরাত আহমেদ পাপেল ১৬, আব্দুল গণি রোডের সংস্থাপন শাখা থেকে গত ৬ এপ্রিল উপপরিচালক মামুন আল মোর্শেদ স্বাক্ষরিত ক্রমিক ৪৯ এবং জ্যোষ্ঠতা নং ৫০৩ উল্লেখ্য পূর্বক পদোন্নতির এ চিঠি হাতে পাওয়ার পর তিনি নিশ্চিত হন। উক্ত চিঠিতে তাকে কিশোরগঞ্জ সদর উপজেলার খাদ্য নিয়ন্ত্রক হিসেবে পদোন্নতি দিয়ে বদলী করা হয়েছে। ইসরাত আহমেদ পাপেল বলেন, ১৩ বছর খাদ্য পরিদর্শক হিসেবে চাকুরির পর তিনি এই পদোন্নতি প্রাপ্ত হয়েছেন। তার বাবা মফিজ আহমেদ ছিলেন গফরগাঁও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি, মুক্তিযোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা কমান্ডার এবং চর আলগী ইউনিয়নের চেয়ারম্যান হিসেবেও তিনি উপজেলা বাসীর অতি পরিচিত মুখ ছিলেন। জাতির এই শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা মফিজ আহমেদ এক বছর পূর্বে না ফেরার দেশে চলেগেলেও গফরগাঁও তথা ময়মনসিংহবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন। তিনি তার বাবার উত্তরসুরী হিসেবে গফরগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি। বাবার আদর্শ তিন নিয়ে বেঁচে থাকতে চান। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন