১৪ অক্টোবর ২০২৫

কলকাতায় পণ্ডিতের অধ্যায় শেষ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
কলকাতায় পণ্ডিতের অধ্যায় শেষ
বাংলাপ্রেস ডেস্ক:  আইপিএলের অন্যতম সফল দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তিনবারের চ্যাম্পিয়নদের শেষ ট্রফিটা এসেছে ২০২৪ সালে। যার অধীনে দীর্ঘ ১০ বছরের ট্রফি খরা ফুরিয়েছিল সেই কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে আর দেখা যাবে না কেকেআরের ডাগআউটে। আজ সামাজিক মাধ্যমে এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে কেকেআর।সমঝোতার মাধ্যমেই দুই পক্ষ আলাদা হচ্ছে বলে জানা গেছে। পণ্ডিতকে শুভকামনা জানিয়ে তারা লিখেছে, ‘চন্দ্রকান্ত পণ্ডিত নতুন কিছু অন্বেষণের সিদ্ধান্ত নিয়েছেন। তাই কেকেআরের প্রধান কোচ হিসেবে তাকে আর দেখা যাবে না। ২০২৪ সালে চ্যাম্পিয়ন করানোর জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ।সঙ্গে দলকে শক্তিশালী করার জন্য। তার নেতৃত্ব এবং শৃঙ্খলা দলের ওপর দারুণ প্রভাব রেখেছে। তার ভবিষ্যতের জন্য শুভ কামনা।’২০২২ সালে মধ্য প্রদেশকে রঞ্জি ট্রফি জেতানোর পর সে বছরই কলকাতার দায়িত্ব নেন পণ্ডিত।দুই বছর পর ২০২৪ সালে কেকেআরকে জেতান আইপিএল ট্রফি। এর আগে ২০১২ ও ২০১৪ সালেও চ্যাম্পিয়ন হয় বলিউড বাদশা শাহরুখ খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি। তবে সর্বশেষ আসরে দল বাজে পারফরম্যান্স করে। ১০ দলের মধ্যে পয়েন্ট তালিকায় আটে থেকে শেষ করে। নতুন কোচ কে হচ্ছেন তা এখনো জানা যায়নি। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন