বাংলাপ্রেস ডেস্ক: এমএলএস অল-স্টার গেমে না খেলে এক ম্যাচ নিষিদ্ধ হওয়ায় লিওনেল মেসি ‘প্রচণ্ড মর্মাহত’ হয়েছেন বলে জানিয়েছিলেন ইন্টার মায়ামির সহমালিক হোর্হে মাস। গত শনিবার সিনসিনাটির বিপক্ষে গোলশূন্য ড্র ম্যাচে মেসিকে তাই দেখা যায়নি। তবে মেসির মন সম্ভবত আর খারাপ নেই। গত রোববার রাতে পরিবারের সঙ্গে মেসিকে দেখা গেল মায়ামির হার্ড রক স্টেডিয়ামে। এবার অবশ্য ফুটবল নয়, উদ্দেশ্য ছিল অন্য কিছু। কোল্ডপ্লের কনসার্ট!
মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো আজ সেই কনসার্টে উপস্থিত থাকার কিছু ছবি তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করেন। ইএসপিএন জানিয়েছে, স্টেডিয়ামের একটি প্রাইভেট স্যুইটে তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে ছবিগুলো তুলেছেন মেসি। ৩৮ বছর বয়সী আর্জেন্টাইন কিংবদন্তিকে কনসার্টে বেশ খোশমেজাজেই দেখা গেছে। ওয়ার্ল্ড ট্যুরের অংশ হিসেবে ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লের যুক্তরাষ্ট্রে এটাই ছিল শেষ শো।
সাদা রঙের ঢিলেঢালা হাওয়াই শার্ট ছিল মেসির গায়ে এবং কালো প্যান্ট ও পায়ে স্নিকার। রোকুজ্জো পরেছিলেন কালো রঙের স্লিভলেস টপ ও ব্যাগি প্যান্ট।
স্টেডিয়ামের ‘কিস ক্যাম’-এ (গোলাকার একটি স্ক্রিন, যেখানে ক্যামেরায় দর্শকদের মধ্যে বিশেষ মুহূর্তগুলো কিংবা বিশেষ কেউ উপস্থিত থাকলে দেখানো হয়) দুজনকে দেখাতেই হর্ষধ্বনি দিয়ে ওঠেন দর্শক। কিস ক্যামের ফ্রেমে এই জুটিকে দেখে একটু লজ্জিতই মনে হয়েছে। লাজুক হাসিতে গলে পড়েন দুজনই। এ সময় দর্শকদের প্রতি হাত নাড়েন মেসি ও রোকুজ্জো। দর্শকদেরও একটা বড় অংশ উঠে দাঁড়িয়ে সম্মান দেখায় দুজনকে।
কিস ক্যামে মেসি ও তাঁর স্ত্রীকে ধরতেই কোল্ডপ্লের গায়ক ক্রিস মার্টিন আটবারের ব্যালন ডি’অরজয়ীকে সম্মানের সুরে সুরে বলেন, ‘আমাদের ব্যান্ডের বাজানো দেখতে আজ (রোববার) আসার জন্য ধন্যবাদ, সর্বকালের সেরা ক্রীড়াবিদ।’ গ্যালারি এ সময় ‘মেসি! মেসি!’ উল্লাসে ফেটে পড়ে।রোকুজ্জো নিজেদের কনসার্টে যাওয়ার ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করার পর অনেকেই অনেক রকম মন্তব্য করেছেন। বেশির ভাগই প্রশংসাসূচক। তবে মজার মন্তব্যও আছে। একজনের মন্তব্য, ‘তাদের কয়েক সেকেন্ডের জন্য (কিস ক্যাম থেকে) লুকিয়ে পড়া উচিত ছিল। তাহলে খুব মজা হতো।’
এ মন্তব্যের কারণও আছে। ১৬ জুলাই যুক্তরাষ্ট্রের বোস্টনে পারফর্ম করে কোল্ডপ্লে। সেই কনসার্ট চলাকালে কিস ক্যামে অন্তরঙ্গ অবস্থায় ধরা পড়েন মার্কিন সফটওয়্যার সংস্থা অ্যাস্ট্রোনমার প্রধান নির্বাহী অ্যান্ডি বায়রন ও মানবসম্পদ বিভাগের প্রধান ক্রিস্টিন ক্যাবট। হঠাৎ ক্যামেরার উপস্থিতি টের পেয়ে দুজনই সরে যান সেখান থেকে। বায়রন বিবাহিত এবং তাঁর স্ত্রী মেগান কেরিগান বায়রনের সঙ্গে নিউইয়র্কে বসবাস করেন। অন্যদিকে ক্রিস্টিন ক্যাবটের বিবাহবিচ্ছেদ হয় ২০২২ সালে, তিনি এক সন্তানের মা।
কিন্তু মেসি ও রোকুজ্জোর প্রেম খুব অল্প বয়স থেকে। ২০১৭ সালে বিয়ে করেন দুজন। তাঁদের ঘরে তিনটি সন্তান আছে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]