১৪ অক্টোবর ২০২৫

কোরআন পড়ার সময় আল-আকসা মসজিদ থেকে ১২ ফিলিস্তিনি আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
কোরআন পড়ার সময় আল-আকসা মসজিদ থেকে ১২ ফিলিস্তিনি আটক

বাংলাপ্রেস ঢাকা: কোরআন পড়ার সময় পূর্ব জেরুজালেমে আল-আকসা মসজিদ চত্বর থেকে ১২ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। একজন ফিলিস্তিনি কর্তৃপক্ষ এটি নিশ্চিত করেছেন। খবর তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর।

জেরুজালেম ইসলামিক ওয়াকফের একজন মুখপাত্র ফিরাস আল-দিবস বলেছেন, কয়েক ডজন ইসরায়েলি পুলিশ অফিসার মসজিদের ভেতর থেকে ১২ ফিলিস্তিনিকে আটক করে। এসময় তারা মসজিদের আঙিনায় কোরআন পড়ছিলেন। তবে ওই ১২ ফিলিস্তিনিকে কেন গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। আল-দিবস বলছেন, এর আগে সকাল থেকে বিরোধপূর্ণ এলাকায় অবস্থিত এই মসজিদের ভেতর প্রায় ৫৩ জন ইহুদি জোর করে ঢুকে পড়ে। তিনি আরও বলেন, মসজিদের ভেতর আরও বেশি সংখ্যায় ইহুদি ঢুকে পড়ার আশঙ্কা করছেন তিনি।

মুসলমানদের কাছে আল-আকসা বিশ্বের তৃতীয় পবিত্রতম ধর্মীয় স্থান হিসেবে বিবেচিত। তবে ইহুদিদের দাবি এটি 'টেম্পল মাউন্ট' এলাকা। তাদের দাবি, প্রাচীনকালে দুটি ইহুদি মন্দিরের স্থান ছিল এটি। ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্যের যুদ্ধের পর ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে নেয়। ১৯৮০ সাল থেকে ইসরায়েল আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মতি ছাড়াই পূর্ব জেরুজালেমকে তাদের রাজধানী হিসেবে দাবি করে আসছে। তবে গেলো ১৪ মে মার্কিন দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেয়ার পর গাজায় ব্যাপক বিক্ষোভ হয়। সেখানে ইসরায়েলি বাহিনীর গুলিতে ৬২ জন নিহত হন।

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন