
ক্রিকেটাররা যেখানেই খেলতে যাবে আগে নিরাপত্তা টিম পাঠানো হবে : প্রধানমন্ত্রী


ক্রীড়া ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন থেকে আমাদের ক্রিকেটাররা যেখানেই খেলতে যাবে তার আগে নিরাপত্তা টিম পাঠানো হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, ওই মসজিদেই আমাদের ক্রিকেটারদের নামাজ পড়তে যাওয়ার কথা ছিল। কিন্তু বোমা হামলায় আহত এক নারী নিষেধ করায় ক্রিকেটাররা যায়নি।
তিনি আরও বলেন, অন্য দেশগুলো আমাদের এখানে ক্রিকেটার পাঠানোর আগে নিরাপত্তা টিম পাঠায়। এখন থেকে আমরাও বিদেশ সফরে যাওয়ার আগে নিরাপত্তা টিম পাঠাব।
শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের হ্যাগলি পার্কে মসজিদ আল নূরে জুমার নামাজ আদায় করতে যাওয়া মুসল্লিদের ওপর নির্বিচারে গুলি করে সন্ত্রাসীরা। এতে নিহত হন প্রায় অর্ধশতাধিক। সেই মসজিদে নামাজ আদায় করতে গিয়েছিলে বাংলাদেশ ক্রিকেটাররা। কয়েক মিনিট আগে তারা সেখানে পৌঁছলে বড় কিছু ঘটতে পারত। এই সন্ত্রাসী হামলা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, নামাজ পড়া অবস্থায় তাদের হত্যা করা নির্লজ্জ কাজ। যারা এটা করেছে তাদের ক্ষমা করবে না দেশ ও মানুষ।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন

-68ed3a37ee5f5.jpg)



