বাংলাপ্রেস ডেস্ক: পেশাগত জীবন আর ব্যক্তিগত জীবন এক করে ফেলা একদম ঠিক নয়। আপনি ঘরে যেভাবে আচরণ করেন, অফিসে সেই অভ্যাস ঠিক মানানসই নয়। বিশেষ করে যারা নতুন চাকরি শুরু করেছেন, তারা অনেক সময় না বুঝেই এমন কিছু ভুল করে ফেলেন, যা ভবিষ্যতে সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। সহকর্মীদের সঙ্গে বন্ধুত্ব, হাসি-ঠাট্টা, গল্প – এসব অবশ্যই চলতে পারে।তবে সব কিছুরই একটা সীমা থাকা উচিত। নিজের পেশাদারিত্ব বজায় রাখতে হলে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে খেয়াল রাখা দরকার। চলুন, জেনে নিই।
আচরণে সংযম রাখুন
সহকর্মী বা ঊর্ধ্বতন কারও সঙ্গে কথা বলার সময় সব সময় ভদ্রতা বজায় রাখা জরুরি।যা মনে আসছে, তাই বলে দিলে চলবে না। যদি কোনও বিষয়ে মতবিরোধ হয়, তাহলে সেটা আলোচনার মাধ্যমে মেটানোর চেষ্টা করুন। মনোমালিন্য দীর্ঘদিন রেখে দিলে পরিবেশ খারাপ হয়।
সমস্যার সময় মাথা ঠাণ্ডা রাখুন
এক অফিসে একসঙ্গে অনেক ঘণ্টা কাজ করতে গেলে মতের অমিল বা ভুল বোঝাবুঝি হতেই পারে।কিন্তু ঝগড়ায় জড়ানো বা কথার উত্তেজনা বাড়ানো কোনও সমাধান নয়। যদি সমস্যা থেকে যায়, তাহলে সরাসরি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাহায্য নেওয়াই ভালো।
ব্যক্তিগত বিষয়ে অফিসে কথা বলায় সতর্ক থাকুনকাজের ডেস্কে বসে জোরে কথা বলা বা ফোনে ব্যক্তিগত আলোচনা দীর্ঘ সময় চালিয়ে যাওয়া একদম পেশাদার নয়। এতে সহকর্মীদের বিরক্তি হতে পারে এবং ধীরে ধীরে আপনার প্রতি সবার ধারণাও নেগেটিভ হয়ে যেতে পারে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]