১৪ অক্টোবর ২০২৫

কুঁড়িতেই সুবাস ছড়ানো সূর্যবংশীকে এশিয়া কাপে চান ভারতের সাবেক অধিনায়ক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
কুঁড়িতেই সুবাস ছড়ানো সূর্যবংশীকে এশিয়া কাপে চান ভারতের সাবেক অধিনায়ক
বাংলাপ্রেস ডেস্ক:  ফুল হওয়ার আগে কুঁড়িতেই সুবাস ছড়িয়েছেন বৈভব সূর্যবংশী। ১৪ বছর বয়সেই নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন  ভারতীয় ওপেনার। যুব পর্যায়ে একের পর এক রেকর্ডের জন্ম দেওয়া উদীয়মান ব্যাটার আইপিএলের শুরুটাও কি দুর্দান্তভাবেই না করেছেন। তারকার হাটের আসরে যে তাক লাগিয়ে দিয়েছেন সূর্যবংশী।আইপিএলে নিজের তৃতীয় ম্যাচ খেলতে নেমেই রেকর্ড সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। এতে শুধু আইপিএলের নয়, স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের রেকর্ড গড়েছেন তিনি। ৩৫ বলে তিন অঙ্ক স্পর্শ করে কিংবদন্তি ক্রিস গেইলের (৩০ বলে) পর দ্রুততম সেঞ্চুরিয়ান তিনি। সব মিলিয়ে রাজস্থান রয়্যালসের হয়ে টুর্নামেন্টে ৭ ম্যাচ খেলে করেছেন ২৫২ রান।স্ট্রাইক রেটটাও ঈর্ষণীয়, ২০৬.৫৫। সূর্যবংশীর এমন অবিশ্বাস্য পারফরম্যান্সই তাকে এশিয়া কাপের আলোচনা নিয়ে এসেছে। আর এবারের আসর টি-টোয়েন্টি সংস্করণের হওয়ায় তাকে অনেকে ভারতীয় দলে দেখতে চান। অনেকে অবশ্য বয়সকে প্রাধান্য দিয়ে বলছে আরেকটু সময় নিয়ে তাকে সুযোগ দেওয়া যেতে পারে।তাতে সে পরিপক্ব হওয়ার সময় পাবে। কিন্তু এই যুক্তির সঙ্গে একমত নন কৃষ্ণমাচারি শ্রীকান্ত। ভারতের সাবেক অধিনায়কের মতে, সূর্যবংশীকে এশিয়া কাপে নেওয়া উচিত। সম্প্রতি এক ইউটিউব শোতে সাবেক ওপেনার বলেছেন, ‘আপনাকে সাহসের সঙ্গে খেলতে হবে। তাকে অপেক্ষা করাইয়েন না।বলিয়েন না, আরেকটু পরিপক্ব হতে দেন। সে ইতিমধ্যেই পরিপক্বতা দেখিয়েছে। তার শট নির্বাচন অন্য লেভেলের। আমি চেয়ারম্যান হলে অবশ্যই ১৬ সদস্যের দলে রাখতাম।’ সাম্প্রতিক সময়ে জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টিতে দারুণ ছন্দে আছেন সঞ্জু স্যামসন। তবে এবার তার জায়গায় অভিষেক শর্মার সঙ্গে সূর্যবংশীকে দেখতে চান শ্রীকান্ত। তিনি বলেছেন, ‘আমার মতে, সঞ্জুর জায়গা পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে। ওপেনিংয়ে আমার প্রথম পছন্দ অভিষেক শর্মা। এতে কোনো সন্দেহ নেই। বাকি দুই ওপেনার হিসেবে সূর্যবংশী ও শাই সুদর্শনকে নেব। আর বিকল্প হিসেবে শুবমান গিলকে। আমি নির্বাচক হলে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও রাখব। সে অবিশ্বাস্য একজন।’ [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন