
লালমনিরহাটে আমিন আমিন ধ্বনীতে শেষ হলো ৩ দিন ব্যাপী আঞ্চলিক ইস্তেমা



মামুনুর রশিদ (মিঠু),লালমনিরহাট থেকে: লালমনিরহাটে আঞ্চলিক ইস্তেমায় অর্ধলাখ মুসল্লির উপস্থিতিতে, আখেরী মোনাজাত অনুষ্ঠিত হয়। জামায়াতে তাবলিক-এর আয়োজনে জেলা মার্কাস মসজিদ সংলগ্ন কালেক্টরেট মাঠে গত ২৮ মার্চ বৃহঃবার থেকে শুরু হওয়া ৩ দিন ব্যাপী আঞ্চলিক ইস্তেমা শনিবার আখেরী মুনাজাতের মধ্যদিয়ে শেষ হয়।
ইস্তেমা ময়দানে লালমনিরহাট জেলার ৫ উপজেলার তাবলিক-এর সাথীরা ছাড়াও পার্শ্ববর্তী রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধাসহ অন্যান্য জেলার বিভিন্ন ধর্মপ্রান মুসল্লিরা যোগদান করেছেন। গতকাল শুক্রবার পবিত্র জুমার নামাজে ইস্তেমা ময়দানে জামাতের সহিত নামাজ আদায় করার জন্য ছিল উপচেপড়া ভিড়। আজ আখেরী মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলীম উম্মার সম্মৃদ্ধি কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় আমিন আমিন ধ্বনীতে ইস্তেমা ময়দান সহ আস-পাশের এলাকা মুখরিত হয়। আজ শনিবার ১১টা ৪০মিনিটে শুরু হয়ে বেলা ১২ টায় আখেরী মোনাজাত শেষ হয়। মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদরের জিম্মাদার সাথী মাওলানা আশরাফ আলী।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন





