১৪ অক্টোবর ২০২৫

লালমনিরহাটে রেলওয়ের আন্ত:বিভাগীয় ভলিবল প্রতিযোগিতায় রাজশাহী চ্যাম্পিয়ন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
লালমনিরহাটে রেলওয়ের আন্ত:বিভাগীয় ভলিবল প্রতিযোগিতায় রাজশাহী চ্যাম্পিয়ন

মামুনুর রশিদ (মিঠু), লালমনিরহাট থেকে : লালমনিরহাটে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের আন্ত:বিভাগীয় ভলিবল প্রতিযোগিতার ফাইনাল খেলা ও সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ মার্চ) বিকেলে রেলওয়ে সোহরাওয়ার্দি মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় রাজশাহী ডিএসএ ২-০ সেটে লালমনিরহাট ডিএসএ-কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় রেলওয়ে প্রধান অতিথি থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন রেলওয়ে পশ্চিমাঞ্চলের সিএসটিই অসীম কুমার তালুকদার।

বিশেষ অতিথি ছিলেন প্রধান যন্ত্র প্রকৌশলী (পশ্চিমাঞ্চল) মৃণাল কান্তি বণিক, প্রধান বৈদ্যুতিক প্রকৌশলী (পশ্চিমাঞ্চল) অজয় কুমার পোদ্দার। লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় ম্যানেজার ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি মুহাম্মাদ শফিকুর রহমানের সভাপতিত্বে এ সময অন্যানের মধ্যে লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় প্রকৌশলী আনোয়ার হোসেন,বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী হাবিবুর রহমান, উর্ধ¦তন উপসহকারী প্রকৌশলী আব্দুল মান্নান,সাবেক খেলোয়াড় ও অবসরপ্রাপ্ত টিটি আরশাদ আলীসহ রেলওয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তীব্র প্রতিদ্বন্দিতাপুর্ন ফাইনাল খেলায় রাজশাহী ডিএসএস ২-০ সেটে লালমনিরহাট ডিএসএ-কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

রাজশাহীর রাহাদুল আলম রাহাদ টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। প্রতিযোগিতায় রেলওয়ে পশ্চিমাঞ্চলের রাজশাহী, পাকশী, সৈয়দপুর ও লালমনিরহাটসহ চারটি দল অংশ নেয়। খেলা পরিচালনা করেন লালমনিরহাট ডিএসএর রেফারী মন্ধসঢ়;জুরুল ইসলাম মন্ধসঢ়;জু, রেজাউল ইসলাম, আনিছুর রহমান লাডলা, আব্দুস সাত্তার মানু।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন