১৫ অক্টোবর ২০২৫

লিটনের নতুন ইনিংস শুরু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
লিটনের নতুন ইনিংস শুরু

খেলাধুলা ডেস্ক: বিশ্বকাপে অভিষেক ম্যাচে মাঠে নেমেই বাজিমাত। লিটন কুমার দাস খেললেন ম্যাচ জয়ী ইনিংস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬৯ বলে অপরাজিত ৯৪ রানের ইনিংস উপহার দিলেন। ৫১ বল বাকি থাকতেই ৩২২ রান তাড়া করে বাংলাদেশ জিতেছে ৭ উইকেটে।

মাত্র পাঁচ ইনিংসে সংগ্রহ করেন ১৮৪ রান। ক্রিকেটের সর্বোচ্চ আসর শেষ হবার পর বাংলাদেশ দল গেছে লঙ্কা সফরে। যদিও দলের সঙ্গে যাননি লিটন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আগেই ছুটি চেয়ে নিয়েছিলেন। কারণ বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ২৬ বছর বয়সী এই ক্রিকেটার।

পাত্রীর নাম দেবশ্রী বিশ্বাস সঞ্চিতা। বাড়ী লিটনের এলাকা দিনাজপুরেই। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তিনি। রোববার ধুমধাম করে সাতপাকে বাঁধা পড়েন লিটন-সঞ্চিতা।

এদিন সকালে মিরপুরের একটি কনভেনশন হলে ধর্মীয় রীতি মেনে দুই জনের বিয়ে সম্পন্ন হয়। একই দিন রাতে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হয়। এসময় দুই পরিবারের সদস্য, আত্মীয়, পাত্র-পাত্রীর বন্ধু-বান্ধবসহ শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

চলতি বছরের শুরুর দিকে নিউজিল্যান্ড সিরিজ থেকে ফিরে লিটনের আশীর্বাদ সম্পন্ন হয়। দিনাজপুর নিজের বাড়িতে এই আয়োজন করা হয়। সেসময় যোগ দিয়েছিলেন দুই পরিবারের ঘনিষ্ঠজনরা।

২০১৫ সালে জাতীয় দলের হয়ে অভিষেক হয় লিটনের। ক্যারিয়ারে ১৫ টেস্টে ৬২২, ৩৩ ওয়ানডেতে ৭৬৮ ও ১৮ টি-টোয়েন্টি খেলে ৩৯১ রান করেছেন এই উইকেট-রক্ষক ব্যাটসম্যান।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন