১৫ অক্টোবর ২০২৫

লক্ষ্মীপুরে ধ্রুবতারা ইয়ুথ ডেভলপমেন্ট ফাউন্ডেশন এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষ্মীপুরে ধ্রুবতারা ইয়ুথ ডেভলপমেন্ট ফাউন্ডেশন এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
সুলতানা মাসুমা, লক্ষ্মী পুর জেলা প্রতিনিধিঃ ডিসেম্বর বৃহস্পতিবার লক্ষ্মীপুর জেলার ওয়েলকাম চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে ধ্রুবতারা ইয়ুথ ডেভলপমেন্ট ফাউন্ডেশনের আয়োজিত সাফল্য ও সংগ্রামের ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী। মুক্তিযুদ্ধের চেতনায় স্বপ্নের বাংলাদেশ গড়তে সংস্কৃত হোক প্রেরণার হাতিয়ার এই প্রতিপাদ্যকে নিয়ে শুরু হয় ধ্রুবতারা ইয়ুথ ডেভল পমেন্ট ফাউন্ডে শনের প্রতিষ্ঠাকবার্ষিকী। ২০০০ সালের ৩ নভেম্বর শিশু সংগঠন হিসেবে ধ্রুবতারা যাত্রা শুরু করে । দীর্ঘ ২২ বছরে আজ ধ্রুবতারা বাংলাদেশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ স্বীকৃত শ্রেষ্ঠ সংগঠন। ৪৪ টি জেলা শহরে ও ৭ টি বিভাগীয় শহরে ইতোমধ্যে। সমাজকল্যানমূলক কর্মকান্ড সম্প্রসারণ করেছে ধ্রুবতারা । এই স্বেচ্ছা- সেবী সংগঠনটির ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন ।সংসদ সদস্য ,লক্ষ্মীপুর -২।অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মিজানুর রহমান চৌধুরী।সভাপতি ধ্রুবতারা ইয়ুথ ডেভলপমেন্ট ফাউন্ডেশন।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট শিক্ষাবীদ প্রফেসর মাইন উদ্দিন পাঠান।সাবেক অধ্যক্ষ।লক্ষ্মীপুর সরকারি কলেজ,।এ কে এম মাহবুবুর রশীদ চৌধুরী,প্রভাষক লক্ষ্মীপুর পৌর আইডিয়াল কলেজ ও সভাপতি লক্ষীপুর জেলা শিক্ষা উন্নয়ন কমিটি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অমীয় প্রাপণ চক্রবর্তী অর্ক। কেন্দ্রীয় সাধারণ সম্পাদক , ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সুলতানা মাসুমা বানু (সহকারী অধ্যাপক) দত্তপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ । এছাড়া বাংলাদেশেের বিভিন্ন জেলা থেকে ধ্রুবতারার ৭০ জন নেতৃবৃন্দ লক্ষ্মীপুরে আসেন।উপস্থিত ছিলো লক্ষ্মীপুর জেলার ধ্রবতারার সকল সদস্য বৃন্দ। বক্তারা বলেন ধ্রবতারা মূলত একটি দল নিরপেক্ষ ও সম্প্রদায়িক জেন্ডার সংবেদনশীল,প্রগতিশীল ও সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান । ধ্রুবতারা আত্মমানবতার সেবায় নিয়োজিত। মানবাধিকার রক্ষা, দুর্নীতি রোধ, মাদক, বাল্যবিবাহ কুসংস্কার, রোধে সোচ্চার ধ্রুব তারা। সাংস্কৃতিক অনুষ্ঠান, নতুন কমিটি গঠনের মাধ্যমে ধ্রবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আয়োজিত ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসবের পরিসমাপ্তি ঘটে। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন