
লক্ষ্মীপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কর্মশালা অনুষ্ঠিত

বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম


আব্দুল মালেক নিরব: লক্ষ্মীপুরে আগামী ১৯ জানুয়ারি জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে স্থানীয় সংবাদকর্মীদের নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জানুয়ারি) সকালে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে আয়োজিত কর্মশালায় বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহম্মদ, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. আশফাকুর রহমান মামুন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আরিফুর রহমান প্রমূখ।
এসময় জানানো হয়, আগামী ১৯ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ থেকে ১১ মাসের শিশুদের নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাসের শিশুদের লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এসময় জেলার প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগন উপস্তিত ছিলেন।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন





