১৪ অক্টোবর ২০২৫

মাহমুদউল্লাহ রিয়াদ দুই সপ্তাহ বিশ্রামে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
মাহমুদউল্লাহ রিয়াদ দুই সপ্তাহ বিশ্রামে

ক্রীড়া ডেস্ক: নিউজিল্যান্ড থেকে ফিরে দুই সপ্তাহ বিশ্রামে কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। কাঁধে চোট থাকায় বিশ্রাম দীর্ঘায়িত হচ্ছে আরও। বিসিবির মেডিকেল বিভাগ আগামী দুই সপ্তাহ বিশ্রাম দিয়েছে তাকে। এই সময়ে ব্যাট-বলের ধারে কাছেও যেতে পারবেন না এ অলরাউন্ডার।

সামনে বিশ্বকাপ থাকায় মাহমুদউল্লাহকে নিয়ে ঝুঁকি নিতে চায় না বিসিবি। সেজন্য কেবল রানিংয়ের মাঝে নিজেকে সীমাবদ্ধ করে রেখেছেন তিনি। মিরপুরে এসে প্রতিদিনই নিয়ম করে দৌড়াচ্ছেন।

শেখ জামাল ধানমন্ডি ক্লাবের জার্সিতে কয়েকদিন পরই ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে নামার কথা ছিল মাহমুদউল্লাহর। তবে নিউজিল্যান্ড সফরে টেস্ট ম্যাচে ফিল্ডিং করার সময় কাঁধে চোট পাওয়া ও সেটা সেরে না ওঠায় তাকে পর্যবেক্ষণে রেখেছে বিসিবির মেডিকেল বিভাগ।

মাহমুদউল্লাহর বিশ্বকাপ ঝুঁকিতে, একাধিক সংবাদমাধ্যমে এমন খবর প্রকাশ হওয়ার পর চোট সংক্রান্ত ব্যাখ্যায় বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বললেন, ‘মাহমুদউল্লাহ বিশ্বকাপ খেলতে পারবে কী না এটা অনেক পরের কথা। কেননা বিশ্বকাপ শুরু হতে এখনো অনেকদিন বাকি। তার আগে আমাদের ভাবা উচিত সে আয়ারল্যান্ড সিরিজটি খেলতে পারবে কী না। তবে সেটা এখনই বলা যাচ্ছে না। আমরা তাকে দুই সপ্তাহের পূর্ণ বিশ্রাম দিয়েছি। এরমধ্যে সে ব্যাটিংও করতে পারবে না।’‘ওর রিপোর্ট (এমআরই) আমরা গতকালই হাতে পেয়েছি। কিন্তু এখনো সেটা নিয়ে বসতে পারিনি। খুব শিগগিরই বসবো। ওর বিশ্রাম শেষে আমরা সার্বিক অবস্থা দেখবো। তারপর টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের সঙ্গে আমাদের মিটিং হবে। এরপর সিদ্ধান্ত যা দেয়ার নির্বাচকরাই দেবে।’

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন