
মাশরাফি-মাহমুদউল্লাহ পাবেন ৩৫ লাখ করে টাকা


ক্রীড়া ডেস্ক: ঢাকা প্রিমিয়ার লীগে (ডিপিএল) আইকন ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে পারিশ্রমিক পাবেন মাশরাফি বিন মুর্তজা ও মাহমুদুল্লাহ রিয়াদ। সর্বোচ্চ ৩৫ লক্ষ্য টাকা নির্ধারণ করা হয়েছে এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের জন্য।
এবারের ডিপিএলের জন্য আইকন ক্যাটাগরিতে নয়জন ক্রিকেটারকে রাখা হয়েছে। আইকন ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের পারিশ্রমিকের পরিধি ধরা হয়েছে ২৫ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত। এর মধ্যে আইকনদের মূল্য নির্ধারণ করেছে সিসিডিএম। সিসিডিএম ইনচার্জ তৌহিদ মাহমুদ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। সাংবাদিকদের তিনি বলেছেন আমাদের সাতটা ক্যাটাগরি আছে। এ প্লাস গ্রেডে আমাদের যেই রেঞ্জটা সেটা হচ্ছে, ২৫-৩৫। এ তে রেখেছি আমরা ২০-২৫ এর মধ্যে। বি প্লাস রেখেছি ১৫-১৮। এভাবে ডি পর্যন্ত সাড়ে ৩ লাখ। এছাড়া ৫ লাখ, ৬ লাখ আছে। যেমন এ প্লাসে ২৫-৩৫, এটা অনেক বড় পরিধি। আমরা অবশ্য বলে দিচ্ছি কে কত পাবে। মাশরাফি কত পাবে, লিটন কত পাবে, মিরাজ-ইমরুল কত পাবে, সেটা আমরা বলে দিচ্ছি। যদিও রেঞ্জটা আছে। তবে পারিশ্রমিকের তারতম্য হবে এবং সেটা আমাদের নির্ধারিত।
আইকন ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের মধ্যে বেশিরভাগই জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার। এছাড়া মেহেদি হাসান মিরাজ, লিটন দাসের নাম শোনা যাচ্ছে। তৌহিদ মাহমুদের ভাষায়,সবমিলিয়ে নয়জনের মতন ছিল। এখানে মাশরাফি, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, লিটন দাস, মুস্তাফিজুর রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ জাতীয় দলের সিনিয়র যারা আছে তাঁরাই এ প্লাস ক্যাটাগরিতে আছেন, সর্বমোট নয়জন। তাঁর মধ্যে দুইজন রিটেইন হয়েছে, আরেকজন হচ্ছে ইমরুল কায়েস। তাঁর আগের দল তাঁকে রিটেইন করেছে।
মিরাজকে এখনো কেউ রিটেইন করে নি। ড্রাফট থেকে তাঁকে নেয়া হবে। কারণ মিরাজকে পাওয়া যাবে ২২ মার্চের পর থেকে। যদি পহেলা মার্চে খেলা শুরু হয়ে তাহলে অনেক খেলা শেষ হয়ে যাবে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন

-68ed3a37ee5f5.jpg)



