
মাঠে গিয়ে বিপিএল খেলা দেখতে আফ্রিদির আহ্বান



বাংলাপ্রেস অনলাইন: আগামী ৫ জানুয়ারি মাঠে গড়াবে বিপিএলের ষষ্ঠ আসর। বিপিএলের এবারের আসরে তামিম ইকবালের সঙ্গে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে খেলবেন তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদি।
সম্প্রতি একটি ভিডিও বার্তায় পাকিস্তানের সাবেক অধিনায়ক আফ্রিদি বলেন, ‘আমি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সঙ্গে যুক্ত হতে পেরে অনেক খুশি ও উত্তেজিত। আগামী ৫ জানুয়ারী হতে শুরু হতে যাচ্ছে এবারের বিপিএল। প্লিজ, মাঠে আসুন এবং আমাদের খেলা উপভোগ করুন। আমাদের দল এবার অনেক শক্তিশালী।’
বিদেশি ক্রিকেটারদের মধ্যে ‘এ প্লাস’ ক্যাটাগরিতে ছিলেন আফ্রিদি। তার ভিত্তিমূল্য ছিল ২ লাখ ডলার (প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা)। সেই মূল্যেই আফ্রিদিকে দলে নিয়েছে কুমিল্লা।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স
বিদেশি ক্রিকেটার: শোয়েব মালিক, আসেলা গুনারত্নে, লিয়াম ডসন, শহীদ আফ্রিদি, থিসারা পেরেরা, এভিন লুইস, ওয়াকার সালমাখেইল ও আমের ইয়াসিন।
দেশি ক্রিকেটার: তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাইফউদ্দিন, আবু হায়দার রনি, এনামুল হক বিজয়, জিয়াউর রহমান, মেহেদী হাসান মিরাজ, জিয়াউর রহমান, মোশাররফ হোসেন রুবেল, মোহাম্মদ শহীদ, শামসুর রহমান শুভ ও সনজিত সাহা।
বাংলাপ্রেস/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন

-68ed3a37ee5f5.jpg)



