
মেহেরপুরে বৃষ্টিতে উঠতি ফসলের ক্ষতির আশঙ্কা



রাব্বী আহমেদ,মেহেরপুর থেকে: হঠাৎ ঝড়-বৃষ্টির কারণে মেহেরপুরে উঠতি ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। সোমবার রাতে ভারি বর্ষণে জেলার নীচু এলাকার জমিতে পানি জমায় এ ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে গম, মসুর ও ভুট্টার ক্ষতি হতে পারে।জানা গেছে, রোববার ভোররাতে মাঝারি বর্ষণ হয় এবং সোমবার,মঙ্গলবার, দিবাগত রাত ২টার দিকে ঝড়ের পাশাপাশি ভারি বর্ষণ শুরু হয়। আধাঘণ্টা ধরে হালকা ও মাঝারি ধরনের ঝড় হলেও ভোর পর্যন্ত বৃষ্টির প্রভাব ছিল। ঝড় ও বৃষ্টির প্রভাবে এলাকায় আমের মুকুলও ঝরে গেছে ও অনেক ক্ষেতের গম নুইয়ে পড়েছে। ফলে গমের দানা হবে না বলে জানিয়েছেন কৃষকরা।বাঁশবাড়ীয়া গ্রামের কৃষক মোহাম্মদ ওসমান বলেন, ‘আমার ক্ষেতের গম মাটির সাথে নুইয়ে পড়েছে। শিষ অবস্থায় থাকায় গমের দানা না হওয়ার আশঙ্কা করছি।’

শিশিরপাড়া গ্রামে একটি আম বাগানের মালিক জিনারুল ইসলাম দিপু বলেন, ‘ঝড়ে আমের মুকুল ও গুটি ঝড়ে পড়ছে। আনেক গাছে মুকুলের ডগাও ভেঙে গেছে।’ক্ষেত পরিদর্শনকালে গাংনী উপজেলা কৃষি অফিসার কেএম শাহাবুদ্দীন আহমেদ বলেন, ‘গত রাতে ১৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে নীচু এলাকার জমিতে পানি জমায় ফসলের ক্ষতি হতে পারে। মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা সরেজমিন যাচাই করছেন। ক্ষয়ক্ষতির প্রতিবেদন তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।’
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন





