
মেহেরপুরে পিতার আছাড়ে সন্তান মৃত্যু শয্যায়

বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম


মেহেরপুর প্রতিনিধি: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিতার আছাড়ে সাত বছরের শিশু সন্তান মৃত্যু শয্যায়। ঘটানাটি ঘটেছে আজ বৃহস্পাতিবার বেলা সাড়ে ১০টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার পোড়াপাড়া গ্রামে।
জানা গেছে, ট্রাকড্রাইভার রিয়াজুলের ছেলে ৭ বছরের শিশু লিজন তার চাচা শাহীন এর মেয়ে শাহীনার (০৪) সাথে খেলা নিয়ে মনোমালিন্য হয়।
পরে শাহীনা তার চাচা রিয়াজুলকে অভিযোগ জানালে সে ক্ষিপ্ত হয়ে শিশু লিজনকে মাটিতে আছাড় দেয়। এতে শিশু লিজন মারাত্মকভাবে আহত হয়। এ ঘটনার পর তার পিতা গা ঢাকা দিয়েছে।
আহত শিশু লিজনকে তার মা দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা সংকটাপন্ন দেখলে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন





