১৪ অক্টোবর ২০২৫

মেহেরপুরে শিলাবৃষ্টিতে আমের ব্যাপক ক্ষতি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
মেহেরপুরে শিলাবৃষ্টিতে আমের ব্যাপক ক্ষতি

মেহেরপুর থেকে সংবাদদাতা :মেহেরপুর ও রাজবাড়ীতে হঠাৎ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে। মেহেরপুরে টানা পাঁচ মিনিটের শিলাবৃষ্টিতে রাস্তা, ফসলের মাঠসহ আম বাগানে শিলার স্তূপ জমে যায়। হঠাৎ এ শিলাবৃষ্টিতে আমচাষিদের ব্যাপক ক্ষতি হয়েছে। মেহেরপুরে মঙ্গলবার মধ্যরাত থেকেই থেমে থেমে বৃষ্টি শুরু হয়। সকালেও কালো মেঘে ঢাকা ছিল পুরো আকাশ। এরইমধ্যে হঠাৎ শিলাবৃষ্টি যেন আমচাষিদের জন্য কাল হয়ে এলো। শিলাবৃষ্টিতে আমের গুটি নষ্ট হয়ে যাবে বলে জানিয়েছেন আমচাষিরা। আম ব্যবসায়ী শামীম জানান, হঠাৎ শিলা বৃষ্টিতে আমের গুটি বেশির ভাগ ঝরে পড়েছে। এ বছর চার লাখ টাকার আম বাগান কেনা আছে। গাছে শুরু থেকে ভালো মুকুল এসেছিল। বাগান থেকে ভালো লাভের আশা করছিলাম।

শহরের বাগান মালিক হেদায়েত হোসেন জানান, গত বছরের চেয়ে এ বছর বাগানে আমের মুকুল ভালো ছিল। মাঝে কুয়াশায় আমের মৌলের কিছুটা ক্ষতি হলেও আজ শিলাবৃষ্টির কারণে গাছ থেকে গুটি ঝরে পড়বে। এবছর বাগান থেকে ১০ লাখ টাকা লাভের আশা করছিলাম। এখন লোকশান গুনতে হবে। মেহেরপুর জেলায় ২২শ হেক্টর জমিতে আম বাগান আছে বলে জানায় জেলা কৃষি বিভাগ। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ড. আক্তারুজ্জামান জানান, সকালের কয়েক মিনিটের শিলাবৃষ্টিতে আমের কিছুটা ক্ষতি হবে। এতে আমের গুটি ঝরে পড়বে। তবে লিচুর তেমন কোনো ক্ষতি হবে না। লিচুর ফুল এসেছে মাত্র।

এদিকে রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন স্থানে হঠাৎ শিলাবৃষ্টি হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ শিলাবৃষ্টি হয়। সকাল থেকেই জেলা শহরে গুমট আবহাওয়া বিরাজ করছে। পুরো আকাশ মেঘাচ্ছন্ন, মাঝে মাঝে রোদ আবার তার মাঝেই বৃষ্টি।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন