১৪ অক্টোবর ২০২৫

মেসিকে বলছি- অবসর নাও

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
মেসিকে বলছি- অবসর নাও

বাংলাপ্রেস অনলাইন: মেসির উদ্দেশ্যে কী বার্তা দেবেন? প্রশ্ন ছিল আর্জেন্টাইন সংবাদমাধ্যম ক্লারিন-এর। দিয়েগো মারাদোনা কথা বলছিলেন আর্জেন্টিনার রাজনীতি নিয়ে। প্রেসিডেন্ট মাকরির বিরোধীপক্ষের হয়েই কথা বললেন। তারই ফাঁকে ফস করে মেসি প্রসঙ্গে কথা উঠে গেল। এবং, মারাদোনা এখানেও প্রবল বিস্ফোরক – “কী বার্তা? আমি তো বলব, সরে এসো। আর জাতীয় দলে খেলার দরকার নেই। অবসর নাও এখনই।”

ব্যাখ্যাটা এই, “…কেন আর্জেন্টিনা বিশ্বকাপ জিতছে না, তার সব দায় ও নিতে যাবে কেন? আমাদের তো একটাই সহজ টার্গেট। অনূর্ধ্ব-১৫ দল ব্যর্থ হল, তো মেসিকে দায়ী কর। বোকা জুনিয়র্সের সঙ্গে রেসিংয়ের খেলার সূচি নিয়ে গন্ডগোল, তো মেসিই দায়ী। আমি বলব, ভাই এর পর আর তা হলে খেলার দরকার নেই। হাস্যকর। তবে দেখি আর্জেন্টাইন ফুটবল সংস্থা আদৌ এ ব্যাপারে সাহসী হতে পারে কিনা?”

বিশ্বকাপে আর্জেন্টিনার ব্যর্থতার পরও মেসি চুপ ছিলেন। এটা কি অবাক লাগেনি? মারাদোনার উত্তর, “অবশ্যই লেগেছে। কেন থাকবে? দল বিশ্বচ্যাম্পিয়ন হতে পারেনি, এর পুরো দায় তো ওর হতে পারে না। হ্যাঁ, আমরা হয়তো সবাই ওর উপর আশা করে ছিলাম। কিন্তু এমনও তো হয়, আপনি রেসকোর্সে গেলেন এটা ভেবে যে আপনার ঘোড়াই জিতবে, কিন্তু সেই ঘোড়া আসলে আট নম্বরে এল। ফর্মুলা ওয়ানে দেখুন, ভেটেলের ইঞ্জিন সেরা। কিন্তু, সবসময় জেতে হ্যামিল্টন। সুতরাং, মেসির একার দায় নেওয়ার কোনও দরকার নেই। যদি বাকিরা জেতার তাগিদ হারিয়ে ফেলে, তা হলে ও কী করবে?”

আর্জেন্টিনার নতুন কোচ স্কালোনি। সহকারী পাবলো আইমার। এই নিয়ে মারাদোনা বললেন, “স্কালোনি দারুণ ছেলে। কিন্তু, তাই বলে আর্জেন্টিনার দায়িত্ব দেওয়ার মতো নয়। আমাদের কি বুদ্ধিশুদ্ধি সব লোপ পেয়ে গেল? আমার তো মনে হয় এখনও মেনোত্তি দায়িত্ব নিলে ভাল করবেন। আমি যদি জাতীয় দলের প্রেসিডেন্ট হতে পারি, তা হলে ওঁর সঙ্গে কাজ করতে চাই।”বিশ্বকাপের পর আর্জেন্টিনার হয়ে ফ্রেন্ডলি ম্যাচগুলিতে খেলেননি মেসি। স্কালোনির কথায়, মেসি নিজেই ঠিক করবেন কখন খেলবেন। কিংবা আদৌ খেলবেন কিনা? অর্থাৎ, এ ব্যাপারে স্কালোনি নিজে থেকে উদ্যোগ নিতে নারাজ। মেসির তরফেও কোনও উত্তর নেই। তিনি এখন পুরোদস্তুর বার্সেলোনা নিয়ে চিন্তা করছেন। মিশন আর্জেন্টিনা আপাতত বহু দূরে।

বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন