১৪ অক্টোবর ২০২৫

মেসির চোট গুরুতর কিছু হবে না, আশা আলবা-মাসচেরানোর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
মেসির চোট গুরুতর কিছু হবে না, আশা আলবা-মাসচেরানোর
বাংলাপ্রেস ডেস্ক:  লিগস কাপে নাটকীয় এক জয় পেয়েছে ইন্টার মায়ামি। কিন্তু মেক্সিকান ক্লাব নেকাখসার বিপক্ষে টাইব্রেকারে রুদ্ধশ্বাস জয় পেয়েও উপভোগ করতে পারছেন না মায়ামির ফুটবলাররা। উদযাপন করবেন কিভাবে? দলের অধিনায়কই যে চোটে পড়েছেন। লিওনেল মেসি চোট পেয়ে মাঠ ছাড়ায় তাই স্বস্তিতে নেই মায়ামি।তবে মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো আশা করছেন, শিষ্যর চোট যেন গুরুতর না হয়। ম্যাচ শেষে এমনটিই জানিয়েছেন আর্জেন্টাইন কোচ। ঘরের মাঠ চেস স্টেডিয়ামে নাকাখসার বিপক্ষে খেলতে নেমে ম্যাচের ৭ মিনিটে চোট পান মেসি। ড্রিবলিং করে প্রতিপক্ষের বক্সে ঢোকার সময় নাকাখসার দুই ডিফেন্ডারের সঙ্গে ধাক্কা খান আটবারের ব্যালন ডি’অর জয়ী।মাসলের চোট নিয়ে পরে ১১ মিনিটে মাঠ ছাড়েন তিনি। তার চোট নিয়ে ম্যাচ শেষে মাসচেরানো বলেছেন, ‘আগামীকাল পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আশা করি গুরুতর কিছু হবে না। কারণ সে খুব একটা ব্যথা পায়নি।তবে সে কিছু একটা অনুভব করছে।’ মেসির চোটের বিষয়ে কোচ মাসচেরানোর সুরেই কথা বলেছেন ডেভিড আলবা। স্পেনের সাবেক ডিফেন্ডার বলেছেন, ‘বিশ্বের এবং ইতিহাসের সেরা খেলোয়াড় চোট পাওয়ায় পুরো দল খুবই ব্যথিত। সে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এটা হতাশাজনক।আশা করি, গুরুতর কিছু নয়। তাকে আমাদের প্রয়োজন।’ চোট পেয়ে মেসি মাঠ ছাড়লেও মায়ামিকে ঠিকই জয় এনে দিয়েছেন তার সতীর্থরা। নির্ধারিত সময়ের খেলায় অবশ্য নয়, টাইব্রেকারে। ২-২ গোলে সমতা শেষে ৫-৪ গোলের টাইব্রেকারে জয় পায় মায়ামি। নাকাখসার থমাস বাদলোনিনির শট ঠেকিয়ে দেন গোলরক্ষক রোক্কো রিওস নোভো। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন