
মিউজিক ভিডিওতে আতিক শামস

বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম


আবু ইউসুফ রাসেল, ঢাকা : নতুন একটি গানের মিউজিক ভিডিওর মডেল হলেন আতিক শামস ও ঝরা। গানটিতে কণ্ঠ দিয়েছেন আতিক শামস ও তনুশ্রী রয়। গানের শিরোনাম ‘প্রেমেরই ছোঁয়া’।
গত ১৩ তারিখ সন্ধ্যা ৭টায় গানটি এসএস মিউজিক ক্লাবের ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পাবে। গানটির ভিডিও নির্মাণ করেছেন ওসমান মিরাজ। আতিক শামস তিনি বলেন, প্রথম বারের মতো এসএস মাল্টিমিডিয়া হাউজ এর গানের মডেল হলাম। গানটা খুব রোমান্টিক। বিলিয়ান বিপুর কথায় এবং আবিদ রনির সুরে এ গানটি সত্যিই অসাধারণ। দর্শকরা গান ও ভিডিওটি পছন্দ করবেন বলে আশা করছি।’
রোহান ও বেলালের কোরিওগ্রাফিতে গানটির চিত্রগ্রহণ করেছেন মেহেদি রনি।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন





