
মমতাজ উদ্দিনের মৃত্যুতে ধুনটে দোয়া মাহফিল


ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: প্রবীণ রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহি কমিটির সদস্য ও বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনের মৃত্যুতে ধুনট উপজেলা কৃষক লীগের লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী সাচ্চু মল্লিকের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরের দিকে সোনামুখী রোডে একটি ব্যবসা প্রতিষ্ঠানে উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সভাপতি আনোয়ার হোসেন, সহসভাপতি আতাউর রহমান, পৌর কৃষক লীগের আহ্বায়ক আব্দুল লতিফ পাখী, যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম, স্বাধীন কুমার, সাইফুল ইসলাম, পৌর কাউন্সিলর রন্ধসঢ়;জু মল্লিক, বাবুল আকতার বাবু ও ব্যবসায়ী রফিকুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য শনিবার (১৬ ফেব্রুয়ারি) দিনগত রাত ৩ টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন





