১৪ অক্টোবর ২০২৫

মুখে রং মেখে হয়রানি করার প্রতিবাদ জানিয়েছেন ঢাবি শিক্ষার্থীরা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
মুখে রং মেখে হয়রানি করার প্রতিবাদ জানিয়েছেন ঢাবি শিক্ষার্থীরা

বাংলাপ্রেস অনলাইন: মুখে কালো রং মেখে শ্রমিক ধর্মঘটের নামে সাধারণ মানুষকে হয়রানি করার প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বললেন, ‘আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে এসব অরাজকতা মেনে নিতে পারি না। আমরা এর তীব্র নিন্দা জানাই।’

সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানান শিক্ষার্থীরা। একইসঙ্গে সাধারণ মানুষের অবাধ চলাচল নিশ্চিত করার দাবি জানান তাঁরা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেয়। এ সময় ‘ভর্তি পরীক্ষার্থীদের ভোগান্তি কেন?’, ‘আলকাতরা সন্ত্রাস নিপাত যাক’, ‘দেশের বুকে চুনকালি শ্রমিক নেতার নেই বুলি’, ‘স্কুল ড্রেসে কালি কেন?’, ‘কালি নাকি কলঙ্ক?’ লেখা সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

এ সময় শিক্ষার্থীরা তিনটি দাবি জানান। দাবিগুলো হলো, শিক্ষার্থীদের অবাধ চলাচল নিশ্চিতকরণ, আন্দোলনের নামে সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি না করা ও অ্যাম্বুলেন্সসহ রোগী বহনকারী গাড়ির অবাধ চলাচল নিশ্চিত করা।

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন