
নাঙ্গলমোড়া শাপলা সংঘ এর উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন সম্পন্ন



এম এ আহমেদ আরমান, চট্টগ্রাম থেকে : চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার অন্তর্গত নাঙলমোড়া গ্রামের ঐতিহ্যবাহী সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন নাঙ্গলমোড়া শাপলা সংঘ এর আয়োজনে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন ১৯ ইং অদ্য বেলা ১০ ঘটিকার সময় ২৭ এপ্রিল রোজ শনিবার স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান বায়তুন নূর শিশু একাডেমী প্রাঙ্গনে লায়ন্স ক্লাব অব চিটাগাং সিটি ও ইউএসটিসি মেডিকেল টিম এর সহযোগীতায় অনুষ্ঠিত হয়।
বেশ কয়েক বছর যাবৎ শাপলা সংঘ এর কার্যক্রম স্থগিত থাকায় জিমিয়ে পড়া এ সংগঠন সেবামূলক এ ক্যাম্পেইন এর মাধ্যমে আবার নতুন করে যাত্রা শুরু করেছে বলে জানা যায়। ক্যাম্পেইনে মোট ২৩৫ জন রোগী সেবা গ্রহণ করেছে। এর মধ্যে ১৩৪ জন চক্ষুরোগী ও ১০১ জন স্বাস্থ্য রোগী ছিল। ক্যাম্পেইনের সেবাসমূহ এর মধ্যে উল্লেখযোগ্য ছিল- চক্ষু পরীক্ষা, শিশু রোগ, বাত-ব্যাথা, মেডিসিন, গাইনী, সার্জারি ও নাক-কান-গলা।
যেসব রোগীদের চশমা ও সার্জারি প্রয়োজন সেসব রোগীদেরকে সংগঠনের পক্ষ থেকে যাবতীয় সেবা প্রদান করা হবে বলে জানানো হয়েছে। এ মহৎ সেবামূলক কার্যক্রমের জন্যে এলাকাবাসী সংগঠনকে সাধুবাদ জানিয়েছে।
উক্ত ক্যাম্পেইন সফল করার লক্ষে উপস্থিত ছিল, সংগঠনের সাবেক সভাপতি- মাওলানা মো: আলমগীর, সাবেক সাধারন সম্পাদক- গাজী মো: আলী, স্হানীয় ইউ পি সদস্য মো: শাহজাহান সিরাজ, সাবেক সভাপতি ও আহবায়ক গাজী মো: শহীদুল্লাহ, যুগ্ম আহবায়ক- ইন্জিনিয়ার মোশাররফ হোসেন, সাবেক সাধারন সম্পাদক ও যুগ্ম আহবায়ক- মো. জাহেদুল আলম, সদস্য সচিব- মো: হেলাল উদ্দিন ইমন, আক্তারুজ্জামান, আলী আকবর, লিটন, আহবায়ক কমিটির সদস্য রিকু, রাসেল, তাসির, আতাউল্লাহ, ইফতু, আরফাত, সাকিব, নয়ন, তুষার, প্রমুখ এবং অন্যান্য শুভাকাঙ্খী বৃন্দরা।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন





