১৫ অক্টোবর ২০২৫

নাঙ্গলমোড়া শাপলা সংঘ এর উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন সম্পন্ন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নাঙ্গলমোড়া শাপলা সংঘ এর উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন সম্পন্ন

এম এ আহমেদ আরমান, চট্টগ্রাম থেকে : চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার অন্তর্গত নাঙলমোড়া গ্রামের ঐতিহ্যবাহী সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন নাঙ্গলমোড়া শাপলা সংঘ এর আয়োজনে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন ১৯ ইং অদ্য বেলা ১০ ঘটিকার সময় ২৭ এপ্রিল রোজ শনিবার স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান বায়তুন নূর শিশু একাডেমী প্রাঙ্গনে লায়ন্স ক্লাব অব চিটাগাং সিটি ও ইউএসটিসি মেডিকেল টিম এর সহযোগীতায় অনুষ্ঠিত হয়।

বেশ কয়েক বছর যাবৎ শাপলা সংঘ এর কার্যক্রম স্থগিত থাকায় জিমিয়ে পড়া এ সংগঠন সেবামূলক এ ক্যাম্পেইন এর মাধ্যমে আবার নতুন করে যাত্রা শুরু করেছে বলে জানা যায়। ক্যাম্পেইনে মোট ২৩৫ জন রোগী সেবা গ্রহণ করেছে। এর মধ্যে ১৩৪ জন চক্ষুরোগী ও ১০১ জন স্বাস্থ্য রোগী ছিল। ক্যাম্পেইনের সেবাসমূহ এর মধ্যে উল্লেখযোগ্য ছিল- চক্ষু পরীক্ষা, শিশু রোগ, বাত-ব্যাথা, মেডিসিন, গাইনী, সার্জারি ও নাক-কান-গলা।

যেসব রোগীদের চশমা ও সার্জারি প্রয়োজন সেসব রোগীদেরকে সংগঠনের পক্ষ থেকে যাবতীয় সেবা প্রদান করা হবে বলে জানানো হয়েছে। এ মহৎ সেবামূলক কার্যক্রমের জন্যে এলাকাবাসী সংগঠনকে সাধুবাদ জানিয়েছে।

উক্ত ক্যাম্পেইন সফল করার লক্ষে উপস্থিত ছিল, সংগঠনের সাবেক সভাপতি- মাওলানা মো: আলমগীর, সাবেক সাধারন সম্পাদক- গাজী মো: আলী, স্হানীয় ইউ পি সদস্য মো: শাহজাহান সিরাজ, সাবেক সভাপতি ও আহবায়ক গাজী মো: শহীদুল্লাহ, যুগ্ম আহবায়ক- ইন্জিনিয়ার মোশাররফ হোসেন, সাবেক সাধারন সম্পাদক ও যুগ্ম আহবায়ক- মো. জাহেদুল আলম, সদস্য সচিব- মো: হেলাল উদ্দিন ইমন, আক্তারুজ্জামান, আলী আকবর, লিটন, আহবায়ক কমিটির সদস্য রিকু, রাসেল, তাসির, আতাউল্লাহ, ইফতু, আরফাত, সাকিব, নয়ন, তুষার, প্রমুখ এবং অন্যান্য শুভাকাঙ্খী বৃন্দরা।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন