১৪ অক্টোবর ২০২৫

নারী বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
নারী বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ
বাংলাপ্রেস ডেস্ক: নানা নাটকীয়তার পর অবশেষে বিশ্বকাপের মূল পর্বে জায়গা পেল বাংলাদেশ। পাকিস্তানের কাছে হেরে গেলেও নেট রান রেটে ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে দেয় বাংলাদেশ।ফলে বিশ্বকাপের মূল পর্বে টিকিট হাতে পেলো বাংলাদেশ নারী দল। স্বাগতিকদের কাছে হেরে যাওয়ার কারণে বাংলাদেশের ভাগ্য ঝুলে গিয়েছিল থাইল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের ওপর। নেট রানরেটে এগিয়ে থেকে নারী বিশ্বকাপের মূলপর্বে চলে গেল বাংলাদেশ। এই ম্যাচের পর ওয়েস্ট ইন্ডিজ নারীদের নেট রানরেট ০.৬৩ আর বাংলাদেশের নেট রানরেট ০.৬৪। শনিবার (১৯ এপ্রিল) থাইল্যান্ডের দেয়া ১৬৭ রানের টার্গেট ১০ দশমিক ৫ ওভারে শেষ করে ফেলে ওয়েস্ট ইন্ডিজ।  লাহোরে নিজেদের শেষ ম্যাচে ৬ উইকেটের জয় তুলে নেয় উইন্ডিজ নারী দল। ব্যাটে ঝড় তুলেন অধিনায়ক ম্যাথুজ এবং চিনেল হেনরি। ২ ছক্কা ও ১১ চারে ২৯ বল খেলে ৭০ রান করেন ম্যাথুজ।আর হেনরি ৫ ছক্কা ও ৩ চারে ১৭ বল খেলে করেন ৪৮ রান। দুজনের তাণ্ডব ব্যাটিংয়ের পরেও নেট রান রেটের হিসেবে পিছিয়ে থাকায় বিশ্বকাপে যেতে পারল না ওয়েস্ট ইন্ডিজ নারী দল। উল্লেখ্য, বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট সমান হলেও মাত্র +০.০১ রান রেটের ব্যবধানে এগিয়ে থেকে বাংলাদেশ বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে নিলো। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন