১৪ অক্টোবর ২০২৫

নারী ফুটবলে শীর্ষ ১০ দামি দলবদল: কে কত টাকায়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
নারী ফুটবলে শীর্ষ ১০ দামি দলবদল: কে কত টাকায়
  বাংলাপ্রেস ডেস্ক: নারী ফুটবলে ট্রান্সফারের অঙ্ক হু হু করে বাড়ছে। তিন বছরে তিনবার ভাঙল বিশ্ব ২০২২ সালে নারী ফুটবলে বিশ্ব রেকর্ড ট্রান্সফার ফি দিয়ে ইংলিশ তারকা কিরা ওয়ালশকে দলে টেনেছিল বার্সেলোনা। তিন বছর যেতে না যেতেই সবচেয়ে বেশি দামের রেকর্ডে ৭ নম্বরে নেমে গেছে ওয়ালশের সেই দলবদল ফি। এ বছরই তো ছয় মাসের ব্যবধানে দুবার ভাঙল রেকর্ড। সর্বশেষ বৃহস্পতিবার। নারী ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় ট্রান্সফার কোনগুলো? দেখে নেওয়া যাক, এখন পর্যন্ত হওয়া সবচেয়ে দামি ১০ চুক্তি… ১০ কিকা নাজারেত (বেনফিকা>বার্সেলোনা) ২০২৪ সালের গ্রীষ্মে এই সময়ের পর্তুগালের সেরা নারী ফুটবলার কিকা নাজারেত পাড়ি জমান কাতালুনিয়ায়। ১৬ বছর বয়সে বেনফিকার হয়ে প্রথম ম্যাচ খেলা নাজারেত ২১ বছর বয়সে যোগ দেন বার্সেলোনায়। বার্সা প্রায় ৪ লাখ ৩২ হাজার ডলার খরচ করে তাঁকে দলে টানে। সাবেক ইউরোপীয় চ্যাম্পিয়নদের জার্সিতে তরুণ এই ফরোয়ার্ড এখন শুধু সামনেই এগোচ্ছেন। ৯ মারিয়া রামিরেস (লেভান্তে>চেলসি) ২০২৪ সালের একেবারে শুরুর দিকে অস্ট্রেলীয় তারকা স্ট্রাইকার স্যাম কার এসিএলের চোটে পড়েন। কারের শূন্যতা পূরণে চেলসি ৪ লাখ ৮৬ হাজার ডলার খরচ করে স্পেনের লেভান্তে থেকে দলে টানে মারিয়া রামিরেসকে। লেভান্তের হয়ে ৩৮ ম্যাচে ২২ গোল, রামিরেসের এই পরিসংখ্যানই চেলসিকে এত টাকা খরচ করতে উদ্বুদ্ধ করে। চেলসির হয়ে দেড় মৌসুমে ১৫টি করা কলম্বিয়ান স্ট্রাইকার টানা দুটি সুপার লিগ জিতে গেছেন। ৮ প্রিসিলা (ইন্তারনাসিওনাল>ক্লাব আমেরিকা) শীর্ষ দশের একমাত্র দলবদল, যেখানে ক্রেতা ক্লাবটি ইউরোপ বা যুক্তরাষ্ট্রের নয়। ব্রাজিলের ইন্টারনাসিওনাল থেকে ২০২৪ সালে মেক্সিকোর ক্লাব আমেরিকায় যোগ দেন প্রিসিলা। ট্রান্সফার ফি ছিল ৪ লাখ ৯৭ হাজার ডলার। ২০ বছর বয়সে ক্লাব আমেরিকায় যোগ দেওয়া প্রিসিলা নিয়মিত গোল করে নিজের মূল্য প্রমাণ করে চলেছেন। ৭ কিরা ওয়ালশ (ম্যানচেস্টার সিটি>বার্সেলোনা) ২০২২ সালের গ্রীষ্মে ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন কিরা ওয়ালশ। ৪ লাখ ৭০ হাজার ডলার ট্রান্সফার ফিতে বার্সায় যোগ দিয়ে হয়ে যান বিশ্বের সবচেয়ে দামি নারী ফুটবলার। বার্সেলোনায় আড়াই বছরে দুটি চ্যাম্পিয়নস লিগ, দুটি লিগ, একটি কোপা দে লা রেইনা আর তিনটি সুপার কাপ জিতেছেন এই ইংলিশ তারকা। ৬ কিরা ওয়ালশ (বার্সেলোনা>চেলসি) ২০২৫ সালের জানুয়ারিতে আবারও ইংল্যান্ডে ফিরেছেন কিরা ওয়ালশ। দলবদলের শেষ দিনে জমজমাট নাটকের পর এই মিডফিল্ডারকে দলে টানে চেলসি। প্রাথমিক ফি ধরা হয়েছিল ৫ লাখ ৭২ হাজার ডলার, তবে বিবিসি স্পোর্টের খবর, নানা শর্ত আর বোনাস মিলিয়ে এই অঙ্ক শেষ পর্যন্ত গিয়ে ঠেকতে পারে অবিশ্বাস্য ১০ লাখ ৭ হাজার ৬০০ ডলারে। ৫ বারব্রা বান্দা (সাংহাই শেয়লি>অরল্যান্ডো প্রাইড) জাম্বিয়ার হয়ে আন্তর্জাতিক ফুটবলে বারবারা বান্দা বেশ কয়েক বছর ধরেই আলো ছড়াচ্ছিলেন। তবে ক্লাব ফুটবলে ছিলেন আড়ালেই, খেলতেন ডে চীনা উইমেন্স সুপার লিগের সাংহাই শেংলিতে। আড়াল থেকে বান্দা আলোতে আসেন ২০২৪ সালে। যুক্তরাষ্ট্রের অরল্যান্ডো প্রাইড তাঁকে দলে টানতে খরচ করে ৭ লাখ ৪০ হাজার ডলার। অরল্যান্ডোতে প্রথম মৌসুমেই প্রমাণ দিয়েছেন দামটা ঠিকই ছিল। ২৬ ম্যাচে ১৭ গোল করে ক্লাবকে উপহার দিয়েছেন ইতিহাসের প্রথম এনডব্লুএসএল চ্যাম্পিয়নশিপ শিরোপা। ৪ র‍্যাচেল কুন্দানানজি (মাদ্রিদ সিএফএফ>বে এফসি) বান্দার অরল্যান্ডোতে যাওয়াটা বিশ্ব রেকর্ড ট্রান্সফার ছিল না। এর ঠিক কয়েক সপ্তাহ আগেই তাঁর জাম্বিয়ান সতীর্থ র‌্যাচেল কুন্দানানজি দলবদলে নতুন বিশ্ব রেকর্ড গড়েছিলেন। এনডব্লুএসএলের নতুন দল বে এফসি মাদ্রিদ সিএফএফ থেকে তাঁকে কিনতে খরচ করে ৮ লাখ ৬২ হাজার ডলার। এর আগে স্প্যানিশ ক্লাবটির জার্সিতে ৪৩ ম্যাচে ৩৩ গোল করেছিলেন কুন্দানানজি। তবে প্রথম মৌসুমে বান্দার মতো প্রভাব রাখতে পারেননি এই ফরোয়ার্ড। ৩ তারসিয়ানে (হিউস্টন ড্যাস>লিওঁ) এনডব্লুএসএলে মাত্র এক মৌসুম খেলেই ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ দামি নারী ফুটবলার হয়ে গেছেন তারসিয়ানে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তাঁকে দলে টেনেছে লিওঁ। ফরাসি সংবাদমাধ্যম লেকিপের খবর, ২১ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ডিফেন্ডারের জন্য লিওঁ খরচ করেছে প্রায় ৯ লাখ ৬০ হাজার ডলার। ফরাসি নারী লিগের ইতিহাসে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় ট্রান্সফার। আর কয়েক সপ্তাহ আগেই যদি চুক্তি সম্পন্ন হতো, তবে এটিই হতো বিশ্ব রেকর্ড। ২ নাওমি গিরমা (সান দিয়েগো ওয়েভ>চেলসি) ২০২৫ সালের জানুয়ারিতে রেকর্ড ৮ লাখ ৮৩ হাজার পাউন্ড বা প্রায় ১১ লাখ ডলারে নাওমি গিরমাকে দলে টানে চেলসি। আর এই অঙ্কই মার্কিন ডিফেন্ডার গিরমাকে বানিয়েছে নারী ফুটবলের ইতিহাসের প্রথম ‘মিলিয়ন ডলার খেলোয়াড়’। ২৪ বছর বয়সী গিরমা অনেকের কাছেই বিশ্বের সেরা ডিফেন্ডার। চেলসিতে যোগ দেওয়ার আগে গিরমা খেলতেন মার্কিন ক্লাব সান ডিয়েগো ওয়েভে। ২০২৪ অলিম্পিকে যুক্তরাষ্ট্রকে সোনা জেতাতে বড় ভূমিকাই রেখেছেন গিরমা। ১ অলিভিয়া স্মিথ (লিভারপুল>আর্সেনাল) ছয় মাসও টিকল না গিরমার বিশ্ব রেকর্ড। বৃহস্পতিবার আর্সেনাল অলিভিয়া স্মিথকে ইতিহাসের প্রথম ‘মিলিয়ন পাউন্ড প্লেয়ার’ হিসেবে দলে টেনে নতুন রেকর্ড গড়েছে। ২০২৫ সালের শুরুতে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে ২০ বছর বয়সী স্মিথের জাদুতে হেরেছিল গানাররা। কানাডিয়ান ফরোয়ার্ড লিভারপুলকে অবিশ্বাস্য এক জয় এনে দিয়েছিলেন। সেই ম্যাচের কথা মনে রেখেই ১৩ লাখ ৬০ হাজার মার্কিন ডলারে তাঁকে কিনেছে আর্সেনাল। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি      
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন