
নায়লা নাঈমকে বাংলাদেশি সানি লিওন বলছে ভারতের গণমাধ্যম

বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম

বাংলাপ্রেস অনলাইন : বাংলাদেশের সানি লিওনের সাথে পরিচিত হও' ঠিক এমনভাবেই নিজ দেশের পাঠকদের নিকট নায়লা নাঈমকে পরিচয় করিয়ে দিল ভারতের শীর্ষ গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। গণমাধ্যমটি রবিবার বাংলাদেশি মডেল নায়লা নাঈমকে নিয়ে একটি প্রতিবেদন করে। প্রতিবেদনে নায়লা নাঈমকে বাংলাদেশি সানি লিওন হিসেবে আখ্যা দিয়ে বলা হয়, 'নায়লাকে বাংলাদেশের সানি লিওন, নিজ দেশে তাকে সানি লিওন বলে ডাকা হয়।'
টাইমস অফ ইন্ডিয়া এক মিনিট ১৭ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করে যেখানে সানি লিওনের আবেদনময়ী ছবি গুলো স্থান পায়। পুরো ছবির কোলাজ ভিডিওর সাথে ক্যাপশন জুড়ে দেওয়া হয়। প্রতিবেদনে বলা হয় বাংলাদেশি সানি লিওন নায়লা নাঈমের প্রচুর ফ্যান ফলোয়ার্স,জনপ্রিয়তাও অত্যাধিক।
বাংলাপ্রেস/এফএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন





-68eb4afad18dd.jpg)