
নবীনগরে গাজাসহ গ্রেফতার -১


মোহাম্মদ জাকারিয়া ব্রাহ্মণবাড়ীয়া থেকে: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার সলিমগঞ্জ পুলিশ ক্যাম্প ইনচার্জ উপ-পরিদর্শক(এসআই)ইহসানুল হাসানের নেতৃত্বে এএসআই মো.ইউসুফ সহ সংগীয় ফোর্সের সহায়তায় ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মো.আনোয়ার হোসেন খান বিপিএম,পিপিএম এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(নবীনগর সার্কেল) চিত্ত রঞ্জন পাল,নবীনগর থানার অফিসার ইনচার্জ(ওসি)রনোজিত রায়,এর সার্বিক তদারকীতে মঙ্গলবার(১৪/০৫/)বিকালে উপজেলার শ্যামগ্রাম ইউনিয়ন এলাকায় মাদকের বিশেষ অভিযানে গাজা সহ এক মাদক বিক্রেতা কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ঐ মাদক বিক্রেতা উপজেলার বাড্ডা গ্রামের মৃত ফিরোজ মিয়ার ছেলে মিন্টু মিয়া(৩২)।
সলিমগঞ্জ পুলিশ ক্যাম্প ইনচার্জ ইহসানুল হাসান জানান, শ্যামগ্রাম ইউপি এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ৪০০ গ্রাম গাঁজা সহ জল্লি কান্দি অলীর বাড়ীর মোড় গ্রেফতারকৃত আসামী মিন্টু মিয়ার দোকান ঘর হইতে মঙ্গলবার বিকালে গ্রেফতার করেন।
নবীনগর থানার অফিসার ইনচার্জ(ওসি)রনোজিত রায়,সাংবাদিকদের বলেন,উপরোক্ত আসামীকে মাদকের নিয়মিত মামলা রুজু করে বুধবার(১৫/০৫) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন





