১৪ অক্টোবর ২০২৫

নীলফামারীতে নেটওয়ার্কিং সমন্বয় ওয়ার্কশপ অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
নীলফামারীতে নেটওয়ার্কিং সমন্বয় ওয়ার্কশপ অনুষ্ঠিত
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীতে জানো প্রকল্পের সহায়তায় সরকারী বে-সরকারী সেবাদান প্রতিষ্ঠান ও কৃষকদের নিয়ে নেটওয়ার্কিং সমন্বয় ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় নীলফামারী সিভিল সার্জন সম্মেলন কক্ষে প্রকল্পের সহকারী প্রকল্প ব্যবস্থাপক পোরশিয়া রহমানের সভাপতিত্বে উপজেলা ম্যানেজার শরিফ আহম্মেদ শাহ্ধসঢ়;’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. এসএম আবু বক্কর সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সিরাজুল হক, বাংলাদেশ ফলিত পুষ্টি ও গবেষনা কেন্দ্র রংপুর আঞ্চলিক শাখার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আব্দুর রাজ্জাক, বাংলাদেশ ধান গবেষনা কেন্দ্র রংপুর শাখার সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রকিবুল হাসান, কেয়ার বাংলাদেশ এর কৃষি ও জলবায়ু পরিবর্তন বিষয়ক কনসালট্রেন্ট মারুফ আযম, টেকনিক্যাল অফিসার নিহার কুমার প্রামানিক প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রায় ৪০ জন সফল খামারী, কৃষক ও প্রকল্পের উদ্দোক্তাগণ অংশগ্রহন করেন। উল্লেখ্য- জানো প্রকল্পটি ইউরোপিয় ইউনিয়ন এর অর্থায়নে অষ্ট্রিয়ান ডেভলপমেন্ট কর্পোরেশন এর সহায়তায় কেয়ার ইন্টারন্যাশনাল ও প্লান ইন্টারন্যাশনাল এর কারিগরী সহায়তায় জাতীয় পর্যায়ের বে-সরকারী সংস্থা ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) প্রকল্পটি ২০১৮ সালের ১সেপ্টেম্বর হতে রংপুর জেলার তারাগঞ্জ, কাউনিয়া, গংঙ্গাচড়া এবং নীলফামারী জেলার কিশোরগঞ্জ, নীলফামারী সদর, জলঢাকা ও ডোমার উপজেলায় একযোগে প্রকল্পটি সরকারের সমম্বিত পুষ্টি কার্যক্রমকে সহায়তা করে এলাকায় ব্যপক সাড়া জাগিয়েছে। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন