
নেইমার বাবা হওয়ায় উপহার পাঠাল পিএসজি

বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম


এর আগে গত জানুয়ারিতে সংসারে নতুন অতিথি আসার সুসংবাদ দিয়েছিলেন নেইমার-ব্রুনা বিয়ানকার্দি জুটি। তার পর থেকে অপেক্ষার প্রহর গুনছিলেন ব্রাজিলিয়ান এই তারকা ফুটবলারের ভক্ত-অনুসারীরা, যা নেইমারের বাবার হওয়ার মধ্য দিয়ে পূর্ণতা পেয়েছে। আর সে আনন্দে শামিল হয়ে দারুণ এক দৃষ্টান্ত স্থাপন করল নেইমারের সাবেক ক্লাব পিএসজিও।
২০১৭ সালে দলবদলের রেকর্ড গড়ে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে আসেন নেইমার। প্যারিসের ক্লাবটির হয়ে ছয় মৌসুমে ৫টি লিগ শিরোপা জিতেছেন বর্তমানে সান্তোসে খেলা এ ফরোয়ার্ড। পিএসজিতে ঘরোয়া সাফল্য পেলেও ক্লাবটির হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতার স্বপ্ন পূরণ হয়নি নেইমারের।২০২৩ সালের আগস্টে হতাশা নিয়ে পিএসজি ছেড়ে সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দেন নেইমার। ব্রাজিলিয়ান তারকার হাত ধরে ইউরোপ সেরা হতে না পারার হতাশা ছিল পিএসজিরও। কিন্তু সময়ের সঙ্গে সেই হতাশা ভুলে দুই পক্ষ যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক টিকিয়ে রেখেছে, তার প্রমাণ নেইমারকে দেওয়া পিএসজির এই উপহার।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন

-68ed3a37ee5f5.jpg)



