১৪ অক্টোবর ২০২৫

নেইমারের গোলে জিতল সান্তোস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
নেইমারের গোলে জিতল সান্তোস
    বাংলাপ্রেস ডেস্ক:ফিলিপে লুইসকে কি আগেই গোল করার কথা বলে রেখেছিলেন নেইমার? গোলের পর তাঁর উদ্‌যাপনে তেমনটা মনে হতেই পারে। ব্রাজিলিয়ান সিরি আ-তে আজ ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে সান্তোসের জয়ের মূল কারিগর নেইমার। ৮৪ মিনিটে তাঁর দারুণ ফিনিশিং থেকে ১-০ গোলে জিতেছে সান্তোস। গোলের পর প্রতিপক্ষ দলের ডাগ আউটে দাঁড়ানো কোচ ফিলিপে লুইসকে ‘তোমাকে বলেছিলাম’ বলে ইঙ্গিত করেন নেইমার। ব্রাজিল জাতীয় দলে দীর্ঘদিন নেইমারের সতীর্থ ছিলেন লুইস। ৩৯ বছর বয়সী লুইস ২০২৩ সালে অবসর নেওয়ার পর নেমে পড়েছেন কোচিংয়ে। দেসপোর্তিভা ফেরোভিয়ারিয়া বিপক্ষে গত সপ্তাহে প্রীতি ম্যাচে গোল করার পাশাপাশি গোল করিয়ে নেইমার বলেছিলেন, তিনি ‘আগের চেয়ে অনেক ভালো বোধ করছেন।’ সান্তোসের হয়ে মাঠে আজ সেটিই দেখা গেল ব্রাজিলিয়ান তারকার কাছ থেকে। প্রথম মিনিটেই ফ্ল্যামেঙ্গোর দুই ডিফেন্ডারকে ছিটকে ফেলে চেলসি থেকে সান্তোসে ধারে আসা ফরোয়ার্ড দেইভিদ ওয়াশিংটনের গোলের দারুণ সুযোগ তৈরি করে দিয়েছিলেন নেইমার। প্রথমার্ধের শেষ দিকে তাঁর খেলার ছন্দ কিছুটা কমেছে; কিন্তু বিরতির পর আবারও ফ্ল্যামেঙ্গোর রক্ষণকে চাপে রাখতে শুরু করেন। সেই ধারাবাহিকতায় নির্ধারিত সময় শেষ হওয়ার ৬ মিনিট আগে আসে গোল। বাঁ প্রান্ত থেকে সতীর্থের পাস পেয়ে শরীরী ডজে ঘুরে গিয়ে গোল করেন নেইমার। তবে সান্তোস সমর্থকেরা গোলের চেয়েও নেইমারের পুরো ৯০ মিনিট মাঠে থাকায় আরও বেশি সন্তুষ্ট হতে পারেন। প্রায় পাঁচ মাস পর পুরো একটি ম্যাচ মাঠে থাকলেন নেইমার। ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে ২০১৩ সালের মে মাসের পর এটাই তাঁর প্রথম ম্যাচ। চলতি মৌসুমে ১৩ ম্যাচে এ নিয়ে ৪ গোল করলেন নেইমার। সিরি আ এর চলতি মৌসুমে এটি তাঁর প্রথম গোল। জয়ের পর সান্তোস ফরোয়ার্ড বলেন, ‘আমি প্রতিটি ম্যাচেই ৯০ মিনিট খেলতে চাই। শারীরিকভাবে আরও ফিট হয়ে উঠতে চাই। সে জন্য সময়ের প্রয়োজন। যে চোটে ভুগেছি, সেখান থেকে সেরে ওঠা সহজ না। তবে রক্ষণ ও আক্রমণে দলকে সাহায্য করতে পেরে ভালো লাগছে। এখনো শতভাগ ফিটনেস ফিরে পাইনি তবে উন্নতি করছি।’ ফুটবলের পরিসংখ্যানভিত্তিক এক্স হ্যান্ডল অপ্টা জানিয়েছে, ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে সান্তোসের খেলোয়াড়দের মধ্যে সেরা পারফরম্যান্স ছিল নেইমারের। দুটি শট নেওয়ার পাশাপাশি প্রতিপক্ষের বক্সে ৪ বার বিপদ তৈরি করেছেন, সতীর্থদের ৩টি পাস দিয়েছেন, যেখান থেকে তাঁরা গোলের জন্য শট নিয়েছে, অ্যাটাকিং থার্ডে পাস দিয়েছেন ১০টি এবং বল দখলে ব্যক্তিগত লড়াই জিতেছেন ৭ বার। দক্ষিণ আমেরিকার ফুটবলের পরিসংখ্যানভিত্তিক এক্স হ্যান্ডলগুলো জানিয়েছে, ক্যারিয়ারে এ নিয়ে ৭০০ গোলে অবদান রাখলেন নেইমার। ২৫৭ গোলের পাশাপাশি ৪৪৩ গোল করিয়েছেন তিনি। ব্রাজিলিয়ান সিরি আ-তে পরপর দুই ম্যাচ জিতে ১৩ ম্যাচে মোট ১৪ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে উঠে এল সান্তোস। সমান ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ফ্ল্যামেঙ্গো। বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি > এস পি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন